Thursday, August 21, 2025

শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ওড়িশা এফসির বিরুদ্ধে খেলতে নেমে গোলশূন‍্য ড্র করল ইস্টবেঙ্গল এফসি। এর ফলে টানা পাঁচ ম‍্যাচে অপরাজিত কার্লোস কুয়াদ্রাতের দল। ম‍্যাচে এদিন দুরন্ত পারফরম্যান্স করে লাল-হলুদ ব্রিগেড। আক্রমণে গিয়েও গোলটা শুধু এল না ইস্টবেঙ্গলের। তবে এদিন ম‍্যাচে ফের প্রশ্ন উঠছে রেফারিং নিয়ে। দুটি নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হয় লাল-হলুদ। ওই দুটো পেনাল্টি পেলে ম‍্যাচের ফলাফল অন‍্য কিছুই হতে পারত। মোহনবাগান ম‍্যাচের মতন এই ম‍্যাচেও রেফারিং নিয়ে উঠছে প্রশ্ন।

ম্যাচে এদিন শুরু থেকে দুই দলের ফুটবলাররাই রক্ষণ সামলে আক্রমণে ওঠার চেষ্টা করে। যদিও সার্জিও লোবেরার ওড়িশা দল বিল্ড-আপ ফুটবল খেলে ম্যাচের প্রথম ১০ মিনিটের পর দিয়েই আক্রমণে ওঠার চেষ্টা করে। অন্যদিকে প্রতিআক্রমণের রাস্তা বেছে নেয় কুয়াদ্রাতের দল। ম‍্যাচের ১৬ মিনিটে ভালো সুযোগ চলে আসে ইস্টবেঙ্গলের সামনে। লালচুংনুঙ্গা বল বাড়ায় ক্লেটন সিলভার উদ্দেশে। কিন্তু ক্লেটন সেই বল নিয়ন্ত্রণ করতে পারেননি। তবে এরপরই পাল্টা আক্রমণ ঝাপায় ওড়িশা এফসি। ম্যাচের ২৪ মিনিটে রয় কৃষ্ণার হেড একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধে একাধিক আক্রমণে গেলেও প্রথমার্ধে কোন দলই গোল করতে পারেনি। প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে গোলশূন‍‍্য।

দ্বিতীয়ার্ধেও দুই দল রক্ষণ সামলে আক্রমণে ওঠার চেষ্টা করে। মূলত মাঝমাঠে বলদখলের লড়াই চলে দুই দলের মধ্যে। ম‍্যাচের ৮২ মিনিটে নাওরেমের ক্রস থেকে হেডে গোল করার চেষ্টা করেন ক্লেইটন সিলভা। তবে তা একটুর জন্য মিস করেন তিনি। ম্যাচের শেষ মুহূর্তে নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হয় লাল-হলুদ। বাঁ দিক থেকে মহেশের ক্রস ওড়িশার এক ডিফেন্ডারের হাতে লাগে। ইস্টবেঙ্গলের ফুটবলারেরা পেনাল্টির কাতর আবেদন করলেও রেফারি কর্ণপাত করেননি। এরপর আবারও পেনাল্টির আবেদন করে ইস্টবেঙ্গল দল কিন্তু রেফারি সেন্থিল নাথান ইস্টবেঙ্গল ফুটবলারদের আবেদনে সাড়া দেননি। শেষমেশ খেলা শেষ হয় ০-০ ফলাফলে।

আরও পড়ুন:অভিষেক টেস্টেই অর্ধশরান, নজির গড়ে কী বললেন বাংলার রিচা?

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version