Saturday, November 8, 2025

শিক্ষক নিয়োগে বেনিয়মের অভিযোগ কার্যত স্বীকার করে নিল এসএসসি। নবম থেকে দ্বাদশ, গ্রুপ সি এবং গ্রুপ ডি এই তিনটি পরীক্ষায় সাড়ে ৮ হাজার পদে বেনিয়ম হয়েছে। আদালতে হলফনামা দিয়ে জানাল এসএসসি। কী কী ভাবে দুর্নীতি হয়েছে, কতজন বেনিয়মে চাকরি পেয়েছেন তার বিস্তারিত আদালতে হলফনামা আকারে দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফে।

এসএসসির তরফে আদালতকে দেওয়া তথ্য অনুযায়ী, র‌্যাঙ্ক জাম্পের মাধ্যমে নিয়োগ পেয়েছেন বেশ কয়েকজন। অর্থাৎ নীচে নাম থাকা চাকরি প্রার্থীদের তালিকায় ওপরের দিকে নিয়ে গিয়ে চাকরি দেওয়া হয়েছে। নবম দশমে র‌্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন ১৮৩ জন। এর মধ্যে ১২২ জনের চাকরি গিয়েছে ইতিমধ্যেই। ৬১ জন এখনও বহাল তবিয়তে চাকরি করছেন। একাদশ-দ্বাদশে র‌্যাঙ্ক জাম্প করে ৩৯ জনের চাকরি হয়েছে। প্রত্যেকেই এখনও বহাল চাকরিতে। এর পাশাপাশি ওএমআর শিটে বহু বেনিয়মের ঘটনা ঘটেছে। ৯৫২ জনের চাকরি হয়েছে ওএমআর শিটে বেশি নম্বর পাইয়ে দিয়ে। এর মধ্যে ৮০৮ জনকে চাকরির সুপারিশ পত্র দিয়েছে কমিশন। একাদশ দ্বাদশে ওএমআর জালিয়াতির অভিযোগ ৯০৭ জনের বিরুদ্ধে। এর মধ্যে ৭৭১ জনকে চাকরির সুপারিশ পত্র দিয়েছে এসএসসি। গ্রুপ সি নিয়োগেও হয়েছে ওএমআর জালিয়াতি। ৩৪৮০ জনের চাকরির ক্ষেত্রে অভিযোগ উঠেছে, এর মধ্যে ৭৮৩ জনকে চাকরির সুপারিশ পত্র দিয়েছে এসএসসি। গ্রুপ ডি-তে ২৮২৩ জনের বিরুদ্ধে ওএমআর জালিয়াতির অভিযোগ উঠেছে।

এর পাশাপাশি সুপারিশপত্র ছাড়াই চাকরির ঘটনা ঘটেছে। প্রার্থী বাছাইয়ের পর এসএসসি সুপারিশপত্র দেয়, সেই মতো নিয়োগ করে মধ্যশিক্ষা পর্ষদ। হলফনামায় উল্লেখ আছে, গ্রুপ সি-তে ৫৭ জন এমন আছেন যাঁরা সুপারিশপত্র ছাড়াই চাকরি পেয়ে গিয়েছেন। গ্রুপ ডি-তে ১৭০ জন এইভাবে চাকরি পেয়েছেন। সব মিলিয়ে সাড়ে ৮ হাজারের বেশি চাকরির ক্ষেত্রে বিভিন্ন ধরনের বেনিয়ম হয়েছে বলে অভিযোগ উঠেছে।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version