Sunday, August 24, 2025

গণতন্ত্রকে বাঁচাতে যে কোনও মূল্য দিতে প্রস্তুত: দিল্লিতে বার্তা বিরোধীদের

Date:

সংসদে নজিরবিহীনভাবে ১৪৬ সাংসদের বহিষ্কারের ঘটনায় দিল্লির যন্তর মন্তরে ধর্নায় বসেছে বিরোধী সাংসদ ও শীর্ষ নেতৃত্বরা। সেই মঞ্চ থেকেই শুক্রবার শাসকের বিরুদ্ধে সুর চড়ালেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। জানালেন, দেশের গণতন্ত্র রক্ষার্থে যে কোনও মূল্য দিতে আমরা প্রস্তুত। পাওয়ারের পাশাপাশি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানান, ‘ইডি সিবিআইয়ের ভয়ে লড়াই থেকে পিছু হঠব না আমরা।’ এছাড়াও ওই মঞ্চ থেকে কড়া সুরে আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও।

এদিন যন্তর মন্তরের ধর্নামঞ্চ থেকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানান, “লোকসভা ভোট যত এগোবে কেন্দ্রের বিরোধী জোটের নেতা নেত্রীদের বিরুদ্ধে ইডি সিবিআই লেলিয়ে দেবে। কিন্তু ইডি সিবিআইয়ের ভয়ে আমরা চুপ করে বসে থাকব না। মোদি সরকারের স্বৈরাচারী ও একনায়নতন্ত্রের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আমরা সঙ্ঘবদ্ধভাবে লড়াই চালাব।” খাড়গের পাশাপাশি শরদ পাওয়ার বলেন, সংসদের ভেতরেই গণতন্ত্র ভূ-লুণ্ঠিত। দেশের গণতন্ত্র রক্ষার্থে যে কোনও মূল্য দিতে আমরা প্রস্তুত।

এর পাশাপাশি ওই মঞ্চে বক্তব্য রাখতে উঠে গোদি মিডিয়াকে একহাত নেন রাহুল গান্ধী। তিনি বলেন, “সংসদে ২ জন ঢুকে পড়ল। রঙ বোমা ছুড়ল। হামলার সময়ে বিজেপি সাংসদরা পালিয়ে গেলেন। বুক চিতিয়ে লড়াই করলেন বিরোধী সাংসদরা। অথচ সংসদের ভেতর নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে প্রশ্ন তোলার অপরাধে বিরোধী সাংসদদের বের করে দেওয়া হল। আজ সংবাদমাধ্যম সংসদের নিরাপত্তা লঙ্ঘন নিয়ে কোনও প্রশ্ন তুলছে না। বিরোধী সাংসদদের সাসপেনসন নিয়ে একটা শব্দও খরচ করছে না। কেন রাহুল সংসদ চত্বরে ধর্নায় বসা সাংসদদের ভিডিও তুললেন তা নিয়ে শোরগোল ফেলে দিয়েছে।”

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version