Thursday, August 21, 2025

ক্রেতা সুরক্ষা মেলার হাত ধরে রেকর্ড লক্ষ্মীলাভ রাজ্যের! আয়ের অঙ্ক জানলে অবাক হবেন

Date:

নয়া রেকর্ড (Record) গড়ল রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতর। সদ্য সমাপ্ত ক্রেতা সুরক্ষা মেলায় (Fair) ৭০ কোটি টাকার বেশি ব্যবসা (Business) করেছে রাজ্যের এই দফতর। গত বছর ব্যবসার পরিমাণ ৬২ কোটি টাকার কিছু বেশি হলেও চলতি বছর একেবারে ৭০ কোটির ঘরে পৌঁছে গিয়েছে রাজ্য। রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা (Chandranath Sinha) এই খবর জানিয়েছেন। মন্ত্রী জানান, নভেম্বরের ২৪ তারিখ থেকে ডিসেম্বরের ১৭ তারিখ পর্যন্ত চলা এই মেলায় প্রতিদিন গড়ে ৩০ হাজার মানুষের সমাগম হয়েছে। পাশাপাশি সপ্তাহ শেষে এবং ছুটির দিনে এই সংখ্যা ৬৫ হাজারও ছাড়িয়ে গেছে বলে তিনি জানান।

মন্ত্রী এদিন আরও বলেন, এবারের মেলায় যারাই এসেছেন তারা সকলেই কিছু না কিছু কিনেছেন। ২৩ জেলার সাত হাজারেরও বেশি শিল্পীরা ইকোপার্ক লাগোয়া প্রাঙ্গণে এই মেলায় অংশগ্রহণ করেন। নিজেদের হাতে তৈরি বিভিন্ন পণ্য ও হস্তশিল্পের নমুনা বিক্রির জন্য ৫০টি প্যাভিলিয়ন তৈরি করা হয়। প্রতিটি প্যাভেলিয়ানে ছিল প্রায় ৪০টি করে স্টল। এছাড়াও ইকো পার্কের গেট নম্বর ১ এ খোলা মাঠে আরও ৩ হাজার স্টল খোলা হয়। তবে শুধু কলকাতা নয়, এর পাশাপাশি শিলিগুড়ি, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বোলপুর এবং বাঁকুড়াতেও একই ধরনের হস্তশিল্প মেলার আয়োজন করা হয়েছে।

 

 

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version