Saturday, May 3, 2025

চার মাস পর বিয়ে! পুঞ্চে জ.ঙ্গি হা.মলায় শ.হিদ সেনা জওয়ান গৌতম, শো.কস্তব্ধ পরিবার

Date:

জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) পুঞ্চে জঙ্গিদের গুলিতে শহিদ পাঁচ জওয়ান। তাঁদের মধ্যে ছিলেন ভারতীয় সেনার রাইফেলম্যান গৌতম কুমারও (Gautam Kumar) (২৮)। তিনি উত্তরাখণ্ডের (Uttarakhand) কোটদ্বারের বাসিন্দা। চার মাস পরেই তাঁর বিয়ে হওয়ার কথা ছিল। বাড়িতে আয়োজন ছিল তুঙ্গে। কিন্তু সব আনন্দ মুহূর্তে বিষাদে বদলে যায় একটি ফোনে। বৃহস্পতিবার মধ্যরাতে গৌতমের পরিবারের কাছে পৌঁছয় তাঁর মৃত্যু সংবাদ। ২০২৪ সালের ১১ মার্চ গৌতমের বিয়ের দিন ঠিক হয়েছে। এর আগে ডিসেম্বরেই ছুটি নিয়ে বাড়িতে গিয়েছিলেন গৌতম। ছুটি কাটিয়ে কাজে যোগ দেন গত ১৬ ডিসেম্বর। তার ঠিক পাঁচ দিনের মাথায় জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় গৌতমের দেহ।

এদিকে সেনা জওয়ান গৌতমের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ভাই রাহুল কুমার। তিনি জানান, কী ভাবে বৃহস্পতিবার মধ্যরাতের একটি ফোন তাঁদের সকলের জীবন বদলে দিয়েছে। ভাইয়ের মৃত্যুসংবাদ তাঁদের কাছে এতটাই অপ্রত্যাশিত ছিল যে, এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি পরিবারের সদস্যেরা। বিয়ের তোড়জোড় চলছিল গোটা বাড়িতে। সেই আনন্দে সকলে মেতে ছিলেন। সব আনন্দএখন বিষাদে পরিণত হয়েছে।

শনিবারই গৌতমের দেহ পৌঁছবে কোটদ্বারে। জেলা প্রশাসনের তরফে দেহ পরিবহণের বন্দোবস্ত করেছে। তার পর শেষকৃত্য সম্পন্ন হবে বলে খবর প্রশাসন সূত্রে। এদিকে গৌতমের সঙ্গেই শহিদ হয়েছেন উত্তরাখণ্ডের আরও এক জওয়ান। তিনি নাইক বীরেন্দ্র সিংহ, চামোলি জেলার বামিয়ালা গ্রামের বাসিন্দা। তাঁর বাড়িতে বাবা, মা, স্ত্রী এবং দুই কন্যা আছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার জম্মু ডিভিশনের পুঞ্চ এবং রাজৌরি জেলার সীমানায় সেনার দু’টি গাড়িতে হামলা চালায় জঙ্গিরা। সুরনকোট থানার অধীন বাফলিয়াজ থেকে রাজৌরির দিকে যাচ্ছিল সেনার গাড়ি দু’টি। বিকেল পৌনে ৪টে নাগাদ টোপা পীর অঞ্চলের কাছে সেনার জিপ এবং ট্রাকের উপরে হামলা চালানো হয়। সেনা সূত্রের খবর, জঙ্গিরা হামলায় নিহত সেনাদের মুণ্ডচ্ছেদ করেছে। ঘটনার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে পাক সন্ত্রাসবাদী গোষ্ঠী লস্কর-ই-তইবার শাখা সংগঠন ‘দ্য পিপলস অ্যান্টি-ফ্যাসিস্ট ফ্রন্ট’।

 

 

 

Related articles

পাকিস্তান থেকে পণ্য আমদানিতে না ভারতের, ঢুকবে না পাক পতাকার জাহাজ

জলে মারার পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। অপেক্ষা ছিল পাকিস্তানি পণ্যের উপর নিষেধাজ্ঞারও। এবার স্থলপথ ও জলপথে পাকিস্তান থেকে কোনও...

উইকেন্ডে সামান্য কমলো হলমার্ক সোনার দাম! 

শনিবারে সোনার দামে (Gold Price today) বড়সড় পরিবর্তন না হলেও হলমার্ক সোনার দাম ৯০ হাজারের নীচে পৌঁছেছে বলে...

হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষায় পাশের হার ৯০.৩২ শতাংশ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পরের দিনে হাই মাদ্রাসা বোর্ডের (High Madrasah Examination 2025 results) ফলাফল...

ডবল ইঞ্জিন রাজ্যেই প্রশাসনিক ব্যর্থতা! গোয়ায় পদপিষ্টের ঘটনায় তোপ অভিষেকের

বারবার বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যগুলিতেই প্রশাসনিক ব্যর্থতার কারণে মৃত্যু মিছিল। অথচ বাংলায় কিছু হলেই সেই দিল্লির বিজেপি নেতারা...
Exit mobile version