Wednesday, November 5, 2025

জেলা হাসপাতাল থেকে কলকাতায় রেফারের প্রবণতা কমানোর নির্দেশ রাজ্য স্বাস্থ্য দফতরের। সেই জন্য জেলা হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলিকে কোভিডের সবরকম পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হল রাজ্য স্বাস্থ্য দফতরের (WBHFW) পক্ষ থেকে।

শুক্রবারই রাজ্যের সব হাসপাতাল, মেডিক্যাল কলেজ ও স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে ভিডিও কনফারেন্স করেন রাজ্য স্বাস্থ্যসচিব (health secretary) নারায়ণস্বরূপ নিগম। সেখানে শ্বাসকষ্ট জনিত রোগ বা কোভিড আক্রান্তদের কলকাতায় রেফারের (refer) সংখ্যা একেবারে কমিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। এর ফলে রোগী ও শিশুমৃত্যুর সম্ভাবনা অনেকটা কমিয়ে আনা সম্ভব হবে বলেই দাবি স্বাস্থ্য দফতরের।

তবে জেলা হাসপাতাল বা মেডিক্যাল কলেজগুলিকে এই বিষয়টি পালন করার জন্য দরকার হাসপাতালগুলিতে পর্যাপ্ত আইসোলেশন বেড এবং কোভিড পরীক্ষার যথেষ্ট সুযোগ। শুক্রবার হাসপাতালগুলিকে বেড ও আরটিপিসিআর পরীক্ষার (RTPCR test) ব্যবস্থা তৈরি রাখার নির্দেশ দেওয়া হয়।

রাজ্যে এখনও কোভিড আক্রান্তের সংখ্যায় তেমন বৃদ্ধি নেই। এখনও পর্যন্ত আক্রান্ত ৮ জন। তাদের কোভিডের প্রকৃতি জানার জন্য নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠানো হয়েছে। পাশাপাশি কেন্দ্র সরকারের পক্ষ থেকেও কোভিড নিয়ে শুধুই সচেতন থাকার বার্তা দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে উৎসবের মরশুমে সতর্ক থাকতে চায় রাজ্য স্বাস্থ্য দফতর। পাশাপাশি কোনও আতঙ্ক না ছড়িয়ে সবধরনের প্রস্তুতি নিয়ে রাখাই উদ্দেশ্য রাজ্য সরকারের।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version