Wednesday, November 5, 2025

প্র.তারিত আমানতকারীদের জন্য সুখবর! নতুন বছরের শুরুতেই টাকা ফেরানোর উদ্যোগ রোজভ্যালির

Date:

চিটফান্ড (Chit Fund) সংস্থা রোজভ্যালিতে (Rose valley) যারা টাকা খুইয়েছিলেন সেসব আমানতকারীদের জন্য সুখবর। কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) নির্দেশ মতো ২০২৪ সালের প্রথমের দিকেই তাঁদের টাকা ফেরানোর জন্য প্রাথমিক প্রক্রিয়া শুরু হতে চলেছে। ইতিমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইটও (Website) তৈরি করা হচ্ছে। যেখানে রোজভ্যালির আমানতকারীদের উপযুক্ত তথ্য-প্রমাণ সহ আবেদন জানাতে হবে। চিটফান্ড সংস্থা রোজভ্যালির প্রতারিত আমানতকারীদের জন্য সুখবর। নতুন বছরের শুরুতেই চালু হচ্ছে টাকা ফেরানোর উদ্যোগ।

আদালত সূত্রের খবর, রোজভ্যালি চিটফান্ডে প্রতারিতদের টাকা ফেরাতে ইতিমধ্যে বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে কমিশন গঠন করেছে কলকাতা হাইকোর্ট। সংশ্লিষ্ট মামলায় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিল, বিচারপতির শেঠের নেতৃত্বে গঠিত কমিশনের একটি ওয়েবসাইট গঠন করতে হবে। ওই ওয়েবসাইটের মাধ্যমে টাকা ফেরতের আবেদন করতে পারবেন আমানতকারীরা।

সূত্রের খবর, টাকা ফেরত দেওয়ার প্রাথমিক ধাপ হিসেবে ওই ওয়েবসাইটটি তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। একটি সংস্থাকে সংশ্লিষ্ট কাজের জন্য বরাত দেওয়া হয়েছে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে সেই কাজ শেষ হওয়ার সম্ভাবনা। আর ওয়েবসাইটে আবেদন করলে ধাপে ধাপে টাকা পাবেন আমানতকারীরা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, যে সমস্ত আমানতকারীদের টাকার অঙ্কটা পাঁচ হাজারের মধ্যে তাঁরা প্রথমে টাকা ফেরত পাবেন। তারপর অন্যান্যদের টাকা ধাপে ধাপে মেটানো হবে। রোজভ্যালিতে টাকা রেখেছিলেন প্রায় ৬০ লাখ মানুষ। আর তাঁদের মোট আমানতের অঙ্কটা ছিল তিন হাজার কোটির আশেপাশে। এরপরই হাইকোর্টের গঠন করে দেওয়া কমিশন একটি এডিসি গঠন করে। আর এই এডিসিই রোজ ভ্যালির যাবতীয় সম্পত্তির দেখাশোনা করছে। পাশাপাশি সংস্থার যে কোম্পানিগুলি এখনও চালু সেগুলিও কমিশনের তত্ত্বাবধানেই রয়েছে। রোজভ্যালির যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তার পরিমাণ প্রায় দুই হাজার ১০০ কোটি টাকার মতো এবং নগদ রয়েছে ৮০০ কোটি। আপাতত এই বিপুল টাকা জমা আছে ইডির কাছে। ওয়েবসাইট তৈরি হয়ে গেলে যাবতীয় নিয়ম মোতাবেক এই অর্থ ইডি অর্থ কমিশনকে দেবে।

 

 

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version