Wednesday, December 17, 2025

SLST চাকরি প্রার্থীদের অভিযোগের জবাব দিতে না পেরে কার্যত মুখ লুকলেন বাম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikashranjan Bhattacharya)। দ্রুত নিয়োগের দাবিতে শনিবার তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) দ্বারস্থ হন SLST কর্মশিক্ষা-শারীরশিক্ষার চাকরিপ্রার্থীরা। অভিযোগ করেন, ২৭ লক্ষ টাকা নিয়ে তাঁদের মামলা লড়েছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikashranjan Bhattacharya)। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিএম নেতাকে নিশানা করেন কুণাল। তীব্র কটাক্ষ করে বলেন, গরিব চাকরি প্রার্থীদের জন্য যাঁদের দরদ উথলে উঠছে, লাখ লাখ টাকা নিচ্ছেন কী করে!

এদিন কুণাল ঘোষ অভিযোগ, “ওঁদের হয়ে যাওয়া চাকরিটা যাঁরা আটকাচ্ছেন, একটা অংশ আইনি, আরেকটা অংশ চক্রান্তমূলক। আইনি জটটা স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার খুলবে। তবে বলতে বাধ্য হচ্ছি, ওঁরা যখন আইনি লড়াই লড়ছিলেন বিকাশ ভট্টাচার্য এবং তাঁদের জুনিয়ররা তাঁদের কাছ থেকে ২৭ লক্ষ টাকা নগদে নিয়েছেন। আবার ওঁদের চাকরি আটকানোর মামলাও ওই একই গ্রুপ করছে। যাঁরা মামলা করছেন, তাঁরা কিন্তু উপযুক্ত নন। তাঁদের কাছ থেকে একইরকমভাবে মামলার ফি নেওয়া হচ্ছে কি না খতিয়ে দেখতে হবে। যাঁরা কর্মপ্রার্থী, তাঁদের মামলা করার সময় ২৭ লক্ষ টাকা নেওয়ার বক্তব্য আছে।”

এর কোনও জবাব দিতে পারেননি বিকাশরঞ্জন ভট্টাচার্য। মুখ বাঁচাতে বলেন, “জবাব দেওয়ার প্রয়োজন নেই। উনি ২৭ লক্ষ টাকা কেন, ২৭ কোটি টাকাও বলতে পারতেন।” কিন্তু টাকা নেননি- এই কথাটা টেবিল ঠুক কেন বলতে পারলেন না বিকাশবাবু। তাঁর দাবি, কে কী নিয়েছে আমার জানা নেই। অর্থাৎ তাঁর হয়ে অন্য কেউ টাকা নিলেও তাঁর জানা নেই! আজব দাবি।

Related articles

যুবভারতী স্টেডিয়ামে SIT, শামিমরা ঘুরে দেখলেন ঘটনাস্থল

ঘটনাস্থল পরিদর্শন করল যুবভারতী স্টেডিয়ামে বিশৃঙ্খলার তদন্তে গড়া চার সদস্যের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT)। মঙ্গলবারই রাজ্য পুলিশের (State...

ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মান ‘দ্য গ্রেট অনার নিশান অব ইথিওপিয়া’ পেলেন মোদি

ইথিওপিয়ায় সম্মানিত ভারতের প্রধানমন্ত্রী (Narendra Modi)। দুই দেশের সম্পর্ক মজবুত করতে নরেন্দ্র মোদির ভূমিকাকে সম্মান জানিয়ে তাঁকে বিশ্বের...

দূষণের জের: বাড়ছে উড়ান বাতিলের সংখ্যা, দিল্লিতে ৫০% ওয়ার্ক-ফ্রম হোমের নির্দেশ

দূষণ কমার লক্ষ্ণণই নেই। নিয়মের পর নিয়ম আরোপ করেই দিল্লির রেখা গুপ্তা প্রশাসন দূষণ নিয়ন্ত্রণে চরম ব্যর্থ। তার...

‘ধুরন্ধর’ ব্যবসায় বারো দিনে ৫০০ কোটির দোরগোড়ায় অক্ষয় – রণবীরের নতুন ছবি!

সিনেমা মুক্তি পেয়েছে মাত্র দুসপ্তাহও হয়নি, অথচ বক্সঅফিস কালেকশনে (Box office collection) বলিউড তাবড় তাবড় অভিনেতা ও প্রযোজনা...
Exit mobile version