Saturday, August 23, 2025

SLST চাকরি প্রার্থীদের অভিযোগের জবাব দিতে না পেরে কার্যত মুখ লুকলেন বাম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikashranjan Bhattacharya)। দ্রুত নিয়োগের দাবিতে শনিবার তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) দ্বারস্থ হন SLST কর্মশিক্ষা-শারীরশিক্ষার চাকরিপ্রার্থীরা। অভিযোগ করেন, ২৭ লক্ষ টাকা নিয়ে তাঁদের মামলা লড়েছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikashranjan Bhattacharya)। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিএম নেতাকে নিশানা করেন কুণাল। তীব্র কটাক্ষ করে বলেন, গরিব চাকরি প্রার্থীদের জন্য যাঁদের দরদ উথলে উঠছে, লাখ লাখ টাকা নিচ্ছেন কী করে!

এদিন কুণাল ঘোষ অভিযোগ, “ওঁদের হয়ে যাওয়া চাকরিটা যাঁরা আটকাচ্ছেন, একটা অংশ আইনি, আরেকটা অংশ চক্রান্তমূলক। আইনি জটটা স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার খুলবে। তবে বলতে বাধ্য হচ্ছি, ওঁরা যখন আইনি লড়াই লড়ছিলেন বিকাশ ভট্টাচার্য এবং তাঁদের জুনিয়ররা তাঁদের কাছ থেকে ২৭ লক্ষ টাকা নগদে নিয়েছেন। আবার ওঁদের চাকরি আটকানোর মামলাও ওই একই গ্রুপ করছে। যাঁরা মামলা করছেন, তাঁরা কিন্তু উপযুক্ত নন। তাঁদের কাছ থেকে একইরকমভাবে মামলার ফি নেওয়া হচ্ছে কি না খতিয়ে দেখতে হবে। যাঁরা কর্মপ্রার্থী, তাঁদের মামলা করার সময় ২৭ লক্ষ টাকা নেওয়ার বক্তব্য আছে।”

এর কোনও জবাব দিতে পারেননি বিকাশরঞ্জন ভট্টাচার্য। মুখ বাঁচাতে বলেন, “জবাব দেওয়ার প্রয়োজন নেই। উনি ২৭ লক্ষ টাকা কেন, ২৭ কোটি টাকাও বলতে পারতেন।” কিন্তু টাকা নেননি- এই কথাটা টেবিল ঠুক কেন বলতে পারলেন না বিকাশবাবু। তাঁর দাবি, কে কী নিয়েছে আমার জানা নেই। অর্থাৎ তাঁর হয়ে অন্য কেউ টাকা নিলেও তাঁর জানা নেই! আজব দাবি।

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version