Wednesday, November 5, 2025

SLST চাকরি প্রার্থীদের অভিযোগের জবাব দিতে না পেরে কার্যত মুখ লুকলেন বাম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikashranjan Bhattacharya)। দ্রুত নিয়োগের দাবিতে শনিবার তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) দ্বারস্থ হন SLST কর্মশিক্ষা-শারীরশিক্ষার চাকরিপ্রার্থীরা। অভিযোগ করেন, ২৭ লক্ষ টাকা নিয়ে তাঁদের মামলা লড়েছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikashranjan Bhattacharya)। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিএম নেতাকে নিশানা করেন কুণাল। তীব্র কটাক্ষ করে বলেন, গরিব চাকরি প্রার্থীদের জন্য যাঁদের দরদ উথলে উঠছে, লাখ লাখ টাকা নিচ্ছেন কী করে!

এদিন কুণাল ঘোষ অভিযোগ, “ওঁদের হয়ে যাওয়া চাকরিটা যাঁরা আটকাচ্ছেন, একটা অংশ আইনি, আরেকটা অংশ চক্রান্তমূলক। আইনি জটটা স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার খুলবে। তবে বলতে বাধ্য হচ্ছি, ওঁরা যখন আইনি লড়াই লড়ছিলেন বিকাশ ভট্টাচার্য এবং তাঁদের জুনিয়ররা তাঁদের কাছ থেকে ২৭ লক্ষ টাকা নগদে নিয়েছেন। আবার ওঁদের চাকরি আটকানোর মামলাও ওই একই গ্রুপ করছে। যাঁরা মামলা করছেন, তাঁরা কিন্তু উপযুক্ত নন। তাঁদের কাছ থেকে একইরকমভাবে মামলার ফি নেওয়া হচ্ছে কি না খতিয়ে দেখতে হবে। যাঁরা কর্মপ্রার্থী, তাঁদের মামলা করার সময় ২৭ লক্ষ টাকা নেওয়ার বক্তব্য আছে।”

এর কোনও জবাব দিতে পারেননি বিকাশরঞ্জন ভট্টাচার্য। মুখ বাঁচাতে বলেন, “জবাব দেওয়ার প্রয়োজন নেই। উনি ২৭ লক্ষ টাকা কেন, ২৭ কোটি টাকাও বলতে পারতেন।” কিন্তু টাকা নেননি- এই কথাটা টেবিল ঠুক কেন বলতে পারলেন না বিকাশবাবু। তাঁর দাবি, কে কী নিয়েছে আমার জানা নেই। অর্থাৎ তাঁর হয়ে অন্য কেউ টাকা নিলেও তাঁর জানা নেই! আজব দাবি।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version