Sunday, August 24, 2025

SLST চাকরি প্রার্থীদের অভিযোগের জবাব দিতে না পেরে কার্যত মুখ লুকলেন বাম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikashranjan Bhattacharya)। দ্রুত নিয়োগের দাবিতে শনিবার তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) দ্বারস্থ হন SLST কর্মশিক্ষা-শারীরশিক্ষার চাকরিপ্রার্থীরা। অভিযোগ করেন, ২৭ লক্ষ টাকা নিয়ে তাঁদের মামলা লড়েছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikashranjan Bhattacharya)। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিএম নেতাকে নিশানা করেন কুণাল। তীব্র কটাক্ষ করে বলেন, গরিব চাকরি প্রার্থীদের জন্য যাঁদের দরদ উথলে উঠছে, লাখ লাখ টাকা নিচ্ছেন কী করে!

এদিন কুণাল ঘোষ অভিযোগ, “ওঁদের হয়ে যাওয়া চাকরিটা যাঁরা আটকাচ্ছেন, একটা অংশ আইনি, আরেকটা অংশ চক্রান্তমূলক। আইনি জটটা স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার খুলবে। তবে বলতে বাধ্য হচ্ছি, ওঁরা যখন আইনি লড়াই লড়ছিলেন বিকাশ ভট্টাচার্য এবং তাঁদের জুনিয়ররা তাঁদের কাছ থেকে ২৭ লক্ষ টাকা নগদে নিয়েছেন। আবার ওঁদের চাকরি আটকানোর মামলাও ওই একই গ্রুপ করছে। যাঁরা মামলা করছেন, তাঁরা কিন্তু উপযুক্ত নন। তাঁদের কাছ থেকে একইরকমভাবে মামলার ফি নেওয়া হচ্ছে কি না খতিয়ে দেখতে হবে। যাঁরা কর্মপ্রার্থী, তাঁদের মামলা করার সময় ২৭ লক্ষ টাকা নেওয়ার বক্তব্য আছে।”

এর কোনও জবাব দিতে পারেননি বিকাশরঞ্জন ভট্টাচার্য। মুখ বাঁচাতে বলেন, “জবাব দেওয়ার প্রয়োজন নেই। উনি ২৭ লক্ষ টাকা কেন, ২৭ কোটি টাকাও বলতে পারতেন।” কিন্তু টাকা নেননি- এই কথাটা টেবিল ঠুক কেন বলতে পারলেন না বিকাশবাবু। তাঁর দাবি, কে কী নিয়েছে আমার জানা নেই। অর্থাৎ তাঁর হয়ে অন্য কেউ টাকা নিলেও তাঁর জানা নেই! আজব দাবি।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version