Thursday, August 21, 2025

বর্ষশেষ আর বর্ষবরণের আনন্দে মেতে উঠতে যখন চূড়ান্ত প্রস্তুতি বিশ্বজুড়ে, তখনই ভারতের মুকুটে জুড়তে চলেছে নয়া পালক। চলতি বছরে চন্দ্রযানের (Chandrayaan ) সাফল্যের পর আগামী বছরের শুরুতেই সূর্যের পাড়ায় প্রবেশ করতে চলেছে ভারতীয় সৌরযান আদিত্য এল ১ (Aditya L1)। সুখবর জানিয়ে দিনক্ষণ ঘোষণা ইসরোর (ISRO)।

২০২৩ সাল জুড়ে খবরের শিরোনামে থেকেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। আগস্টের শেষ সপ্তাহে ইতিহাস তৈরি করেছে চন্দ্রযান তিন। তারপরই আদিত্য এল ওয়ান নিয়ে ব্যস্ত হয়ে পড়েন বিজ্ঞানীরা। এটাই ভারতের প্রথম সৌর মিশন। যদিও সূর্য থেকে বেশ কিছুটা দূরের অরবিটে পৌঁছবে এই যান।যে ল্যাগারেঞ্জিয়ান পয়েন্টে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রের আদিত্য এলর পৌঁছানোর কথা সেটি প্রায় পৃথিবীপৃষ্ঠ থেকে প্রায় ১.৫ মিলিয়ন কিলোমিটার দূরে।ইসরোর প্রধান এস সোমনাথ জানিয়েছেন, ল্যাগারেঞ্জ পয়েন্ট পৌঁছতে আর মাত্র কয়েকটা দিন সময় লাগবে। হিসেব বলছে ২০২৪ সালের ৬ জানুয়ারি নাগাদ আদিত্য এল ওয়ান গন্তব্যে পৌঁছে যাবে। এস সোমনাথ (S Somnath) বলেন, যখন এটি এল ওয়ান পয়েন্টে পৌঁছায়, তখন আমাদের ইঞ্জিনটিকে আরও একবার ফায়ার করতে হবে যাতে এটি আরও এগিয়ে না যায়। এটি সেই বিন্দুতে যাবে, এবং একবার সেই বিন্দুতে পৌঁছলে, এটি তার চারপাশে ঘুরবে এবং এলওয়ান এ আটকে পড়বে। এটি সফলভাবে এলওয়ান পয়েন্টে স্থাপন করা হলে আগামী পাঁচ বছরের জন্য সেখানে থাকবে। এরপর শুরু হবে ডেটা সংগ্রহের কাজ।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version