Thursday, August 21, 2025

মাথাচাড়া দিচ্ছে কোভিড, JN.1-এর জন্যও টিকা বাধ্যতামূলক? উত্তর দিলেন প্যানেল হেড

Date:

উৎসবের মরশুমে চিন্তা বাড়াচ্ছে কোভিড ১৯-এর নতুন উপরূপ জেএন.১ (JN.1)। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে ৭৫২ জনের সংক্রমিতের খোঁজ মিলেছে।সারাদেশে সক্রিয় রোগীর (Active Case) সংখ্যা ৩৪২০। এই নিয়ে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হল ৬। মৃতদের মধ্যে তিনজন কেরলের বাসিন্দা, কর্ণাটকের দুজন এবং পাঞ্জাবের একজন রয়েছেন। পাশাপাশি তামিলনাড়ু, মহারাষ্ট্র, গোয়া, গুজরাট, তেলেঙ্গানা, পাঞ্জাব এবং দিল্লিতেও বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। খুব স্বাভাবিক ভাবেই আশঙ্কার পাশাপাশি টিকা নিয়ে বাড়ছে জল্পনা। এবারের ভাইরাসকে প্রতিরোধ করতে এর টিকা বা বুস্টার ডোজ প্রয়োজন হবে কি? প্রশ্ন সাধারন মানুষের। এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিলেন দেশের কোভিড প্যানেলের প্রধান এন কে অরোরা (NK Arora)।

কোভিডের নতুন উপরূপকে ঘিরে বাড়ছে ধোঁয়াশা। কারণ আলাদা করে এই রোগে আক্রান্তদের চিহ্নিতকরণের কোনও লক্ষণ পাওয়া যাচ্ছে না। এর ফলে সমস্যা আরও বাড়ছে। সর্দি কাশি জ্বর ঘরে ঘরে লেগেই আছে। কিন্তু তার মধ্যে কোনটা এই মারাত্মক ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে হচ্ছে সেটা টেস্ট না করা পর্যন্ত প্রাথমিক স্তরে বোঝার কোনও উপায় নেই। ইতিমধ্যেই অনেকে বলছেন আবার টিকা নিতে হবে। কিন্তু বিশেষজ্ঞরা কি তেমনটা মনে করেন?ইন্ডিয়া-সারস-সিওভি২ জিনোমিক কনসোর্টিয়ামের প্রধান এন কে অরোরা এই বিষয়ে বিশদ ব্যাখ্যা দিয়েছেন। রবিবার এক সংবাদ সংস্থাকে তিনি জানেন যে, এই মুহূর্তে কোভিডের নতুন উপরূপ জেএন.১-এর জন্য কোনও আলাদা টিকার প্রয়োজন নেই। তবে সতর্ক থাকতে হবে সকলকে। ষাটোর্ধ্ব ব্যক্তি থেকে শুরু করে যাঁদের কোমর্বিডিটি রয়েছে, বা রোগপ্রতিরোধ ক্ষমতা হ্রাসকারী কোনও ওষুধ খেতে হয়, তাঁদেরও বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। তবে এইমুহুর্তে আলাদা প্রতিষেধকের প্রয়োজন নেই। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে এই নতুন ভ্যারিয়েন্ট খুব একটা জোরালো সংক্রমণ বিস্তার করতে পারছে না। হাসপাতালে ভর্তি কিংবা মৃত্যুর হার আগের থেকে অনেকটাই কম। পাশাপাশি বিশেষজ্ঞরা বলছেন অযথা আতঙ্কিত হবেন না তার কারণ এই উপরূপে আক্রান্ত রোগীরা দুই থেকে পাঁচ দিনের মধ্যে সুস্থ হয়ে উঠছেন।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version