Sunday, November 9, 2025

ম.সজিদে প্রার্থনা চলাকালীন গু.লি! কাশ্মীরে ম.র্মান্তিক পরিণতি অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকের

Date:

জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) নিরাপত্তারক্ষীদের সঙ্গে লাগাতার গুলির লড়াই চলছে জঙ্গিদের। এবার কাশ্মীরে এক অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিককে (Retired Police Officer) গুলি করে খুন করল জঙ্গিরা (Terrorists)। সূত্রের খবর, রবিবার সকালে মসজিদে প্রার্থনা করতে গিয়েছিলেন ওই আধিকারিক। আর সেখানেই জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছে ওই প্রাক্তন পুলিশ আধিকারিকের শরীর। জম্মু ও কাশ্মীরের বারমুল্লা জেলার ঘটনা। নিহত পুলিশ আধিকারিকের নাম মহম্মদ শাফি মীর। তিনি কাশ্মীর পুলিশের সিনিয়র সুপারিনটেন্ডেন্ট পদে ছিলেন। এদিন প্রার্থনার সময়ে মসজিদের (Mosque) ভিতরেই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় আততায়ীরা।

ঘটনাকে কেন্দ্র করে উপত্যকায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি ঘটনার পর জম্মু ও কাশ্মীর পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলেছে বলে খবর। এদিকে জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। এলাকায় রীতিমতো চিরুনি তল্লাশি চালাচ্ছেন পুলিশ আধিকারিকেরা। পাশাপাশি এক্স হ্যান্ডেলে কাশ্মীর পুলিশও এই ঘটনার কথা পোস্ট করেছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার কাশ্মীরে জঙ্গি হামলায় পাঁচ সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। তারপর থেকেই থমথমে উপত্যকা। জানা গিয়েছে, সেনার দু’টি গাড়ি লক্ষ্য করে গুলি এবং গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। একটি সূত্রের দাবি, হত্যার পর সেনা জওয়ানদের মুণ্ডচ্ছেদও করা হয়। ওই ঘটনার পর কাশ্মীরের কোনায় কোনায় জঙ্গি নিকেশের তৎপরতা শুরু হয়েছে। চিরুনিতল্লাশি চলছে ঘরে ঘরে। বেশ কয়েক জনকে আটক করে জিজ্ঞাসাবাদও চলছে। তার মধ্যেই রবিবারের দুর্ঘটনা উপত্যকার উত্তাপ বাড়াল বলেই মত অভিজ্ঞ মহলের।

 

 

 

Related articles

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...

১১ বলেই অর্ধশতরান! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী(Asis Kumar Chowdhury)। মোট...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...
Exit mobile version