Thursday, August 21, 2025

উৎসবের মরসুমে শহরে অ.বৈধ মা.দকের রমরমা রুখতে ক.ড়া নজরদারি কলকাতা পুলিশের

Date:

উৎসবের মরসুমে মাদকের (Drugs) কারবার ও চোরাপথে শহরে মাদকের প্রবেশ আটকানোই চ্যালেঞ্জ। আর সেকারণেই শহর তথা গোটা রাজ্যে মাদকের বিক্রি রুখতে বর্ষশেষের উৎসবের আগে বিশেষ পরিকল্পনা কলকাতা পুলিশের (Kolkata Police) নার্কোটিক্স বিভাগ এবং নার্কোটিক্স কন্ট্রোল বুরোর (NCB) কর্তাদের। উল্লেখ্য, বর্ষশেষের এই সময়ে শহরের একাধিক হোটেল, রেস্তরাঁ ও একাধিক পানশালাগুলিতে লুকিয়ে মাদকের কারবার চালানোর অভিযোগ ওঠে। আর সেকারণেই মাদকের রমরমা রুখতে উৎসব শুরুর আগেভাগেই জোর তল্লাশি (Search Operation) কলকাতা পুলিশের। যে এলাকায় পানশালা বা রেস্তরাঁর সংখ্যা যত বেশি, সেখানকার থানাগুলিকে বাড়তি সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে কলকাতা পুলিশ। ইতিমধ্যে কলকাতা পুলিশের তরফে প্রতিটি থানাকে সতর্ক করে দেওয়া হয়েছে বলে খবর।

উল্লেখ্য, মূলত বছর শেষ এবং নতুন বছর শুরুর এই সময়ে শহরের রেস্তরাঁ বা পানশালাগুলিতে ভিড় জমান কমবয়সিরা। আর সেই সব এলাকার জন্যই এবার অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে লালবাজার। ইতিমধ্যে পুরো বিষয়টিতে নজরদারির জন্য চারশোরও বেশি সাদা পোশাকের পুলিশকর্মীকে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশ চাইলে আলাদা ভাবে পার্টি বা ডিস্কোয় ঢুকে গোপনে নজরদারি চালাতে পারে বলে পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে।

এছাড়া লালবাজার সূত্রে খবর, কে বা কারা নিয়মিত পানশালা বা পার্টিগুলিতে আসছেন— সে দিকে কড়া নজর থাকবে পুলিশের। কলেজ পড়ুয়াদের একাংশের মধ্যে নিয়মিত মাদক সেবনের বিষয়টি নজরে এসেছে লালবাজারের। লালবাজারের এক পুলিশকর্তার জানিয়েছেন, গোপন তথ্য ও তল্লাশিই হল মাদক ধরার অন্যতম হাতিয়ার। হোটেল, পানশালাগুলির ফ্লোর থেকে শুরু করে শৌচালয়— সমস্ত জায়গাতেই তল্লাশি অভিযান চলবে। পাশাপাশি বিশেষ পরিকল্পনা থাকছে এনসিবি-র তরফেও।

 

 

 

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version