Wednesday, August 20, 2025

বাংলা ক্রিকেটে নতুন মোড়, আসছে বেঙ্গল প্রিমিয়র লিগ, দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায় : সূত্র

Date:

বাংলা ক্রিকেটে আসতে চলেছে নতুন মোড়। সূত্রের খবর, আইপিএলের ধাঁচে তৈরি হওয়া অন্য রাজ্যের ক্রিকেট লিগের মতো এবার বাংলাতেও খেলা হবে একটি টুর্নামেন্ট। যার নাম দেওয়া হতে পারে বেঙ্গল প্রিমিয়র লিগ। জানা গিয়েছে একসঙ্গে করা হবে মহিলা ও পুরুষদের টি-২০ লিগ। পাশাপাশি, আরও জানা গিয়েছে যে এই টুর্নামেন্টের নকশা সাজানোর দায়িত্ব রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোধ্যায়। আর তাঁর সঙ্গে থাকবেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবং প্রাক্তন ক্রিকেটার ও সিএবি কর্তা সঞ্জয় দাস।

এই নিয়ে এক সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, আগামী বছরের শুরুতেই সিএবির তরফ থেকে ঘোষণা করা হবে এই টুর্নামেন্টের কথা। আর আগামী বছর জুনেই শুরু করা হবে বাংলার এই টুর্নামেন্ট। খেলার ধাঁচ অনেকটা আইপিএলের মতো থাকবে। এছাড়াও জানা গিয়েছে যে এক সঙ্গেই চালু করা হবে টি-২০ লিগ পুরুষদের ও মেয়েদের। ছেলেদের লিগের নেতৃত্বে থাকবেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেই। এবং মেয়েদের পক্ষে থাকবেন ঝুলন গোস্বামী। তবে প্রথম বছর পুরুষদের লিগে থাকবে ৮টি দল এবং মহিলাদের ৬টি, এমনটাই জানা গিয়েছে। প্রতিটা দলেই থাকবেন ২০জন করে সদস্য।

সূত্রের খবর, বেশকিছু আইপিএল ফ্র্যাঞ্চাইজি, যেমন শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স, মুকেশ আম্বানিদের মুম্বই ইন্ডিয়ান্স, সঞ্জীব গোয়েঙ্কার লখনৌ সুপার জায়েন্ট দল কেনার জন্য আগ্রহ দেখিয়েছেন। তবে বাইরের কোনও রাজ্যের বা দেশের ক্রিকেটারদের নিয়ে দল গঠন করতে পারবে না কোনও ফ্যাঞ্চাইজি। বাংলার সমস্ত ক্রিকেটারদের নিয়েই তৈরি করতে হবে দল।

আরও পড়ুন:প্রোটিয়াদের বিরুদ্ধে নামার আগে ভারতীয় ক্রিকেট দলের সব থেকে বড় ‘শত্রু’র নাম ফাঁস করলেন অশ্বিন

 

Related articles

ডায়মন্ড হারবার না ইস্টবেঙ্গল, যুবভারতীতে আজ কার দাপট?

হাতে আর বেশি সময় নেই, ঘণ্টা তিনেকের মাথায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ডের সেমিফাইনাল ম্যাচ খেলতে নামবে ডায়মন্ড হারবার...

JPC-র ঢাল দিয়ে লোকসভায় পেশ কালো আইন: সরব বিরোধীরা

গায়ের জোরে ২০২৩ সাল থেকে একের পর এক বিল পাশ, আইন পাশ করানোই নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ মোদি...

অভিনেত্রী নয়, ‘নেত্রী’ হওয়ার জন্য আয়নার সামনে ভাষণ প্র্যাকটিস সাবিত্রীর!

বাংলা সিনেমা জগতের কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee) নাকি রাজনৈতিক নেত্রী হতে চেয়েছিলেন! আয়নার সামনে দাঁড়িয়ে রীতিমত...

হিটলারি আঘাত: ‘গণতন্ত্র হত্যাকারী’ সংশোধনী বিলের বিরোধিতায় গর্জে উঠলেন মমতা

“কালো দিন, কালো বিল“ লোকসভায় সংবিধান সংশোধনী বিল পেশ হওয়ার পরেই গর্জে উঠলেন বাংলা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC)...
Exit mobile version