Thursday, August 28, 2025

‘হিন্দু’ বলে কোনও ধর্ম নেই! সঙ্ঘ ও মোদির যুক্তি তুলে মন্তব্য সপা নেতার

Date:

‘হিন্দু বলে কোনও ধর্ম নেই। যা চলছে তা পুরোপুরি ধাপ্পাবাজি।’ আরএসএস ও নরেন্দ্র মোদির বক্তব্য তুলে ধরে এমনটাই বললেন সমাজবাদী পার্টির নেতা স্বামী প্রসাদ মৌর্য। বলার অপেক্ষা রাখে না মৌর্যর এহেন মন্তব্য জাতীয় রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে। দলের অন্দরেও শুরু হয়েছে বিতর্ক। সতীর্থের এহেন মন্তব্যের তীব্র সমালোনা করেছেন সপা মুখপাত্র আইপি সিং।

দিল্লির যন্তরমন্তরে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে সমাজবাদী পার্টির নেতা স্বামী প্রসাদ মৌর্য বলেন, “হিন্দু ধর্ম একটি ধাপ্পাবাজি। ১৯৯৫ সালে দেশের শীর্ষ আদালত জানিয়েছিল হিন্দু কোনও ধর্ম নয় এটি জীবনশৈলী। আরএসএস প্রধান মোহন ভাগবত ২ বার বলেছেন হিন্দু নামের কোনও ধর্ম নেই। বরং এটি জীবন যাপনের একটি পথ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বলেছেন হিন্দু কোনও ধর্ম নয়। যখন এনারা এই ধরণের মন্তব্য করেন তখন কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে না, কিন্তু আমি যখন এই কথা বলি তখন গোটা দেশে সাড়া পড়ে যায়।”

দলের নেতার এহেন মন্তব্যে প্রকাশ্যে আসার পর প্রসাদ মৌর্যের বিরোধিতায় সরব হয়েছে দল। সপা মুখপাত্র আইপি সিং বলেন, “আগে নিজের ঘর সামলান তারপর এইধরণের জ্ঞান দিতে আসবেন। আপনার মেয়ে বিজেপি সাংসদ এবং একজন কট্টর সনাতনী। প্রথমে তাঁকে হিন্দু ধর্ম ও সনাতন ধর্মের ভুল ত্রুটি গুলি বোঝাতে পারতেন। যখন ৫ বছর ধরে বিজেপির সাংসদ ছিলেন তখনতো হিন্দু ধর্ম নিয়ে আপনার মুখ থেকে একটি শব্দও বের হয়নি। আমার মনে হয় আপনি বিজেপির পরামর্শে এই ধরণের মন্তব্য করছেন।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version