Tuesday, November 4, 2025

হারের হ্যাটট্রিক, ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের কাছে ১-০ গোলে পরাস্ত সবুজ মেরুন

Date:

ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের কাছে হেরে চলতি ISL-এ হারের হ্যাটট্রিক করল মোহনবাগান সুপার জায়ান্ট। মুম্বই সিটি এফসি, এফসি গোয়ার পর এবার কেরালা ব্লাস্টার্সের কাছে হারতে হল। এদিন ঘরের মাঠে ১-০ গোলে পরাস্ত হল তারা।

এদিন প্রথমার্ধটা ছিল কেরালা ব্লাস্টার্সের। শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়েছিল তারা। সেখানে সবুজ মেরুন ছিল নিষ্প্রভ। ম্যাচের ৪ মিনিটে কেরালা প্রায় গোল করে ফেলেছিল। ডিয়ামানটাকোসের বল পোস্টের উপরে লাগে। এরপর ম্যাচে যতবার বলের দখল নিয়েছে কেরালা ততবারই নিজেদের দাপট দেখিয়েছে।

ম্যাচের ৭ মিনিটে ফের সুযোগ পায় তারা। রাহুল কেপি ও আজহার মিলে আক্রমণে ওঠেন। কিন্তু গোলে হয়নি। তবে এই শুরুর পর তাদের গোলের জন্য বেশি অপেক্ষা করতে হয়নি। ৯ মিনিটের মাথায় প্রথম গোল পায় কেরালা। ডিয়ামানটাকোস মোহনবাগান বক্সের বাইরে থেকে বলটা পান। তিনি কিছুটা ধীরে বল নিয়ে এগোতে থাকেন। তিনি তিনজন মোহনবাগান ডিফেন্ডারকে টপকে বল নিয়ে এগিয়ে যান এবং তাদের টপকে শট নেন। কাইথের নাগালের বাইরে দিয়ে বল জালে জড়িয়ে যায়। গোল করার পর কেরালা আরও আক্রমণাত্মক হয়। মোহনবাগান আক্রমণ করলেও তা কেরালার আক্রমণের সামনে দানা বাঁধতে পারেনি।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে মোহনবাগান আক্রমণ শুরু করে। প্রথমার্ধে তারা যেই খেলাটা খেলছিল দ্বিতীয়ার্ধে সেই খেলাটা বদলে দেয়। কিয়ান নাসিরি আরও আক্রমণাত্মক শুরু করেন। তবে এক গোলে পিছিয়ে থাকা অবস্থা থেকে সেই প্রত্যাবর্তনটা সম্ভব হয়নি তাদের পক্ষে। মোহনবাগান কয়েকটা আক্রমণ করলেও কোনও আক্রমণই দানা বাঁধতে পারেনি। হুগো বোমাস, জেসন কামিন্সকে তাদের ছন্দে দেখা যায়নি।

শেষের দিকে একাধিক ফ্রি কিক থেকে গোলের চেষ্টা করেন পেত্রাতোস। কিন্তু গোলের মুখ খুলতে পারেনি তারা।

Related articles

মুখ্যমন্ত্রীকে কুকথা! সমনের বিরোধিতায় বিজেপির কৌস্তভের আবেদন খারিজ হাই কোর্টে

হাই কোর্টের নির্দেশে আরও বিপাকে বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত বিষয় তুলে অনলাইনে...

বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রের বিজেপি-সরকার ভেঙে দেব: হুঁশিয়ারি মমতার

"বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রে বিজেপির সরকার ভেঙে দেব"- মঙ্গলবার বাংলার ভোটাধিকার রক্ষার্থে আয়োজিত মহামিছিলের...

যুদ্ধবিধ্বস্ত সুদানে বন্দি ওড়িশার শ্রমিক, মস্করা করে ভিডিও প্রকাশ!

পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে গিয়েছিলেন পরিবারের প্রতিপালনের জন্য। কিন্তু সেখানে গিয়ে যে রাষ্ট্রবিরোধী আন্দোলনকারীদের হাতে পণবন্দি (hostage)...

আগামীর লড়াই বিজেপি-কে শূন্য করার লড়াই: SIR চক্রান্তের প্রতিবাদ-মঞ্চ থেকে হুঙ্কার অভিষেকের

SIR চক্রান্তের প্রতিবাদে মঞ্চ থেকে এক যোগে নির্বাচন কমিশন ও বিজেপি-কে তীব্র আক্রমণ করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...
Exit mobile version