Thursday, November 6, 2025

উত্তরবঙ্গ মেডিক্যাল হবে উৎকর্ষকেন্দ্র, শিলমোহর মন্ত্রিসভার

Date:

উত্তরের জেলাগুলির সামগ্রিক উন্নয়নের জন্য স্বাস্থ্য ব্যবস্থার বিপুল পরিবর্তনের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। চলতি মাসে উত্তরের জেলাগুলিতে সফরের সময় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ সহ একাধিক হাসপাতালের উন্নয়নের পরিকল্পনার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। বুধবার মন্ত্রিসভার বৈঠকে সেই ঘোষণায় লাগলো শিলমোহর।

রাজ্য সরকার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালকে উৎকর্ষ কেন্দ্রের রূপ দিতে চায়। সেই উদ্দেশ্যে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটটিতে ৪০ টি নতুন শয্যা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। শয্যা বাড়ানোর সঙ্গে পরিকাঠামো বাড়াতে সেখানে প্রয়োজনীয় সব রকম নিয়োগ নিয়েও সম্মতি জানায় মন্ত্রিসভা।

স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে ব্যাপক নিয়োগের বিষয়েও সম্মতি জানায় মন্ত্রিসভা। দার্জিলিং পেড্রিয়াট্রিক মেডিসিন বিভাগের অধীন সিক নিওন্যাটাল কেয়ার ইউনিটে ২৬ টি পদ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ৫ টি চিকিৎসক, ২০ টি স্টাফ নার্স ও একজন মেডিক্যাল টেকনোলজিস্টের পদ সৃষ্টিতে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।

স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগের সিদ্ধান্তের পাশাপাশি সরকারের অন্যান্য দফতরেও নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভূমি দফতরে কর্মী ঘাটতি সামাল দিতে ৪২৭ জন ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। ব্লক স্তর থেকে জেলা স্তর পর্যন্ত চুক্তির ভিত্তিতে এই কর্মীদের নিয়োগ করা হবে। এখন থেকে তাঁরা সৎকার কর্মী হিসাবে পরিচিত হবেন। কলকাতা পুরসভার অধীন বিভিন্ন শ্মশানে এরকম ৯ জন সৎকার কর্মী নিয়োগের সিদ্ধান্তেও সম্মতি জানায় রাজ্য মন্ত্রিসভা।

Related articles

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...
Exit mobile version