Thursday, August 21, 2025

উত্তরের জেলাগুলির সামগ্রিক উন্নয়নের জন্য স্বাস্থ্য ব্যবস্থার বিপুল পরিবর্তনের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। চলতি মাসে উত্তরের জেলাগুলিতে সফরের সময় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ সহ একাধিক হাসপাতালের উন্নয়নের পরিকল্পনার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। বুধবার মন্ত্রিসভার বৈঠকে সেই ঘোষণায় লাগলো শিলমোহর।

রাজ্য সরকার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালকে উৎকর্ষ কেন্দ্রের রূপ দিতে চায়। সেই উদ্দেশ্যে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটটিতে ৪০ টি নতুন শয্যা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। শয্যা বাড়ানোর সঙ্গে পরিকাঠামো বাড়াতে সেখানে প্রয়োজনীয় সব রকম নিয়োগ নিয়েও সম্মতি জানায় মন্ত্রিসভা।

স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে ব্যাপক নিয়োগের বিষয়েও সম্মতি জানায় মন্ত্রিসভা। দার্জিলিং পেড্রিয়াট্রিক মেডিসিন বিভাগের অধীন সিক নিওন্যাটাল কেয়ার ইউনিটে ২৬ টি পদ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ৫ টি চিকিৎসক, ২০ টি স্টাফ নার্স ও একজন মেডিক্যাল টেকনোলজিস্টের পদ সৃষ্টিতে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।

স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগের সিদ্ধান্তের পাশাপাশি সরকারের অন্যান্য দফতরেও নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভূমি দফতরে কর্মী ঘাটতি সামাল দিতে ৪২৭ জন ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। ব্লক স্তর থেকে জেলা স্তর পর্যন্ত চুক্তির ভিত্তিতে এই কর্মীদের নিয়োগ করা হবে। এখন থেকে তাঁরা সৎকার কর্মী হিসাবে পরিচিত হবেন। কলকাতা পুরসভার অধীন বিভিন্ন শ্মশানে এরকম ৯ জন সৎকার কর্মী নিয়োগের সিদ্ধান্তেও সম্মতি জানায় রাজ্য মন্ত্রিসভা।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version