Saturday, August 23, 2025

উত্তরের জেলাগুলির সামগ্রিক উন্নয়নের জন্য স্বাস্থ্য ব্যবস্থার বিপুল পরিবর্তনের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। চলতি মাসে উত্তরের জেলাগুলিতে সফরের সময় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ সহ একাধিক হাসপাতালের উন্নয়নের পরিকল্পনার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। বুধবার মন্ত্রিসভার বৈঠকে সেই ঘোষণায় লাগলো শিলমোহর।

রাজ্য সরকার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালকে উৎকর্ষ কেন্দ্রের রূপ দিতে চায়। সেই উদ্দেশ্যে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটটিতে ৪০ টি নতুন শয্যা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। শয্যা বাড়ানোর সঙ্গে পরিকাঠামো বাড়াতে সেখানে প্রয়োজনীয় সব রকম নিয়োগ নিয়েও সম্মতি জানায় মন্ত্রিসভা।

স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে ব্যাপক নিয়োগের বিষয়েও সম্মতি জানায় মন্ত্রিসভা। দার্জিলিং পেড্রিয়াট্রিক মেডিসিন বিভাগের অধীন সিক নিওন্যাটাল কেয়ার ইউনিটে ২৬ টি পদ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ৫ টি চিকিৎসক, ২০ টি স্টাফ নার্স ও একজন মেডিক্যাল টেকনোলজিস্টের পদ সৃষ্টিতে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।

স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগের সিদ্ধান্তের পাশাপাশি সরকারের অন্যান্য দফতরেও নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভূমি দফতরে কর্মী ঘাটতি সামাল দিতে ৪২৭ জন ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। ব্লক স্তর থেকে জেলা স্তর পর্যন্ত চুক্তির ভিত্তিতে এই কর্মীদের নিয়োগ করা হবে। এখন থেকে তাঁরা সৎকার কর্মী হিসাবে পরিচিত হবেন। কলকাতা পুরসভার অধীন বিভিন্ন শ্মশানে এরকম ৯ জন সৎকার কর্মী নিয়োগের সিদ্ধান্তেও সম্মতি জানায় রাজ্য মন্ত্রিসভা।

Related articles

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...
Exit mobile version