Monday, November 3, 2025

উত্তরবঙ্গ মেডিক্যাল হবে উৎকর্ষকেন্দ্র, শিলমোহর মন্ত্রিসভার

Date:

উত্তরের জেলাগুলির সামগ্রিক উন্নয়নের জন্য স্বাস্থ্য ব্যবস্থার বিপুল পরিবর্তনের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। চলতি মাসে উত্তরের জেলাগুলিতে সফরের সময় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ সহ একাধিক হাসপাতালের উন্নয়নের পরিকল্পনার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। বুধবার মন্ত্রিসভার বৈঠকে সেই ঘোষণায় লাগলো শিলমোহর।

রাজ্য সরকার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালকে উৎকর্ষ কেন্দ্রের রূপ দিতে চায়। সেই উদ্দেশ্যে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটটিতে ৪০ টি নতুন শয্যা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। শয্যা বাড়ানোর সঙ্গে পরিকাঠামো বাড়াতে সেখানে প্রয়োজনীয় সব রকম নিয়োগ নিয়েও সম্মতি জানায় মন্ত্রিসভা।

স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে ব্যাপক নিয়োগের বিষয়েও সম্মতি জানায় মন্ত্রিসভা। দার্জিলিং পেড্রিয়াট্রিক মেডিসিন বিভাগের অধীন সিক নিওন্যাটাল কেয়ার ইউনিটে ২৬ টি পদ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ৫ টি চিকিৎসক, ২০ টি স্টাফ নার্স ও একজন মেডিক্যাল টেকনোলজিস্টের পদ সৃষ্টিতে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।

স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগের সিদ্ধান্তের পাশাপাশি সরকারের অন্যান্য দফতরেও নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভূমি দফতরে কর্মী ঘাটতি সামাল দিতে ৪২৭ জন ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। ব্লক স্তর থেকে জেলা স্তর পর্যন্ত চুক্তির ভিত্তিতে এই কর্মীদের নিয়োগ করা হবে। এখন থেকে তাঁরা সৎকার কর্মী হিসাবে পরিচিত হবেন। কলকাতা পুরসভার অধীন বিভিন্ন শ্মশানে এরকম ৯ জন সৎকার কর্মী নিয়োগের সিদ্ধান্তেও সম্মতি জানায় রাজ্য মন্ত্রিসভা।

Related articles

একসাথে লড়াই হবে: শোভন-বৈশাখীকে স্বাগত অভিষেকের, পদ নিয়ে দলের ওয়ার্কিং কমিটিতে সিদ্ধান্ত

তৃণমূল ভবনে আনুষ্ঠিকভাবে দলে যোগ দিয়েই কালীঘাটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে দেখা করতে...

মেয়ে বিশ্বকাপজয়ী! আবেগে-চোখের জলে ভাষা হারিয়েছেন রিচার গর্বিত পিতা

সন্দীপ সুর বিশ্বকাপজয়ী মেয়ের জন্য গর্বিত পিতা। স্টেডিয়ামে বসেই সাক্ষী থেকেছেন মেয়ের বিশ্বকাপ জয়ের মুহুর্তের। সোমবার বিকেলেও যেন ঘোর...

প্রেরণা-র বইপ্রকাশে বেথুনের প্রাক্তনীর মিলনমেলা

কলকাতার (Kolkata) অ্যাগোরা স্পেসে ২রা নভেম্বর রবিবার আয়োজিত হলো প্রেরণা পাবলিশার্সের বইপ্রকাশ অনুষ্ঠান। এই প্রকাশনা সংস্থার এবারের আয়োজনে...

নাবালকদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যান! খারিজ সুপ্রিম কোর্টে

সোশ্যাল মিডিয়া দেখবে কী নাবালকরা? এক শ্রেণির দেশবাসী প্রশ্ন তোলেন, ১৪ থেকে ১৮ বছর বয়সীদের সোশ্যাল মিডিয়ার (social...
Exit mobile version