Sunday, May 4, 2025

যত সময় যাচ্ছে ততই বিষাক্ত হচ্ছে রাজধানীর বাতাস। ঠাণ্ডার দাপটের মাঝেই দমবন্ধকর পরিবেশে শ্বাস নিতে হচ্ছে দিল্লিবাসীকে। বৃহস্পতিবার রাজধানীর বাতাসের গুণগত মান ছিল ৪১৮ যা রীতিমতো চিন্তায় রেখেছে পরিবেশবিদদের। কুয়াশায় ভ্যানিশ হয়েছে তাজমহল। বুধবার দিল্লি-আগ্রায় সকালের দিকে ঘন কুয়াশার কারণে খুবই কম ছিল দৃশ্যমানতা। আজও একই ছবি। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী চার দিন সকাল-সন্ধ্যায় ঘন কুয়াশায় ঢেকে যাবে আগ্রা। আগামী ১ জানুয়ারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার আগ্রায় বায়ু গুণমান (AQI) ছিল ১৩২। আজ তা লাফিয়ে বেড়েছে অনেকটাই।

গতকালের পর আজও ঘন কুয়াশার কারণে রাজধানীর বিভিন্ন প্রান্তে দৃশ্যমানতা শূন্যে পৌঁছয়। সকালে দিল্লির সর্বনিম্ন মাত্রা নেমেছিল ৭.৮ ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি। বুধবার ১২টি ট্রেন দেরিতে পৌঁছেছে। আজ ২২ টি ট্রেন লেট রান করছে বলে রেল সূত্রে খবর। দিল্লির পাশাপাশি সমগ্র উত্তর ভারতই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাবে আগামী রবিবার পর্যন্ত ঘন কুয়াশা থাকবে বলে জানিয়েছে IMD।

Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...
Exit mobile version