Saturday, November 8, 2025

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কাটল জট! হাওড়ায় আজ থেকেই ফের চালু ক্রিসমাস কার্নিভাল

Date:

“কার্নিভাল (Carnival) হবে। আমি পুলিশকে নির্দেশ দিয়েছি। আইনত যা যা অ্যাকশন তা পুলিশ নেবে। আজ থেকেই চালু হবে কার্নিভাল। যা হয়েছে তা ঠিক নয়। আমি এসব বরদাস্ত করব না। আমি ইতিমধ্যে পুলিশের সঙ্গে কথা বলেছি। কয়েকজনের জন্য কোনোভাবেই কার্নিভাল বন্ধ হতে পারে না। এটা বেআইনি”। বৃহস্পতিবার বন্ধ হয়ে যাওয়া হাওড়ার ক্রিসমাস কার্নিভাল (Howrah Christmas Carnival) ফের শুরুর নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রীকে রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হওয়া নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এদিন সাংবাদিকরা প্রশ্ন করেন, রাম মন্দিরের অনুষ্ঠানে তিনি যাবেন কী না? সে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সরাসরি বলেন, “ভাই তোমরা সব জেনে বসে আছ। আমি তো কিছু জানি না”।

এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, “পুর প্রশাসককে বলব, নিজের মতো সিদ্ধান্ত নিন। পুলিশ যা যা ব্যবস্থা নেওয়ার নেবে। কেউ কোনও সমস্যা করলে, আইন আইনের পথে চলবে”। বৃহস্পতিবার ডুমুরজলার হেলিপ্যাড থেকেই সরব মমতা। পাশাপাশি মমতা জানান, মন্ত্রী অরূপ বিশ্বাস আজই হাওড়ায় যাচ্ছেন।

উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর হাওড়ায় ক্রিসমাস কার্নিভালের উদ্বোধন করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ১২দিন ধরে চলার কথা ছিল হাওড়ার এই ক্রিসমাস কার্নিভাল। কিন্তু বেআইনিভাবে পার্কিংয়ের অভিযোগে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পার্কিং কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন অনেকেই। এরপরেই নিরাপত্তার অভাবের কারণ দেখিয়ে কার্নিভাল বন্ধের সিদ্ধান্ত নেয় পুরসভা। সম্প্রতি বিশিষ্ট শিশু সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় এবং কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের নামে হাওড়া পুরসভার উদ্যোগে চালু হয়েছে ষষ্ঠী-নারায়ণ ইকো পার্ক। সোমবার এই পার্কের উদ্বোধন করেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী অরূপ রায়। সেখানেই চলছে ক্রিসমাস কার্নিভাল। কিন্তু শুরু হওয়ার ৫ দিনের মধ্যেই কিছু বিক্ষিপ্ত ঘটনার জেরে মাত্র ৫ দিনের মাথায় বন্ধ হয়ে যায় কার্নিভাল। তবে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর নির্দেশেই কাটল জট। খুশির হাওয়া হাওড়াবাসীদের মধ্যে।

 

 

 

Related articles

শনির সকালে হাওড়ার বাঁকড়া এলাকার মার্কেটে আগুন! ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

সকালের আলো পরিষ্কারভাবে ফুটে ওঠার আগেই শনিবার হাওড়ার (Howrah) বাঁকড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। বাদামতলার একটি জামাকাপড়ের মার্কেটে...

শনির সকালে পারদ পতন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরে ঘন কুয়াশার দাপট!

উইকেন্ডের ভোরের আলো ভালো করে ফোটার আগেই এক লাফে কুড়ি ডিগ্রির নিচে নেমে গেল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata...

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...

KIFF: শনিবারের সিনেপার্বণে ‘অরণ্যের দিনরাত্রি’, সিনেমার গানের আড্ডায় সুমন – প্রসেনজিৎ

শহর জুড়ে কুড়িটি প্রেক্ষাগৃহে ২১৫টি ছবির আসর নিয়ে শুরু হয়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International...
Exit mobile version