Monday, August 25, 2025

ভোটের আগে তৃণমূলকে রুখতেই এজেন্সির ‘গণতন্ত্র’! বিজেপিকে তীব্র আক্রমণ মমতার

Date:

এজেন্সি দিয়ে চাপ সৃষ্টির অভিযোগ আগেই করেছে বিরোধীরা। এবার ভোটের আগে দলীয় নেতাদের গ্রেফতার করে কাজে বাধা দেওয়ার অভিযোগ তুললেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, দেগঙ্গায় উত্তর চব্বিশ পরগনার কর্মিসভা থেকে তোপ দাগেন মমতা। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন মমতা।

মমতার (Mamata Banerjee) অভিযোগ, “CBI, ED-কে ঢুকিয়ে টাকা এবং সোনা লুঠ করছে। আর সেই টাকা বিজেপির পকেটে যাচ্ছে। কোনও কেসের বিচার হয়নি। তৃণমূল করলেই জেলে ভরো! সারা দেশে এজেন্সির গণতন্ত্র চলছে। আবার নেতারা বলছেন, গ্রেফতার বাড়ান। না হলে জেতা যাবে না।” এই প্রসঙ্গেই জেলবন্দি বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রসঙ্গ টেনে তৃণমূল (TMC) সুপ্রিমো বলেন, “বালুকে কেন অ্যারেস্ট করেছে? যাতে পার্টির কাজ না করতে পারে। বিজেপির কটা চোর কটা খুনি গ্রেফতার হয়েছে।”

এরপরেই বিরোধীদের তোপ দেগে মমতা বলেন, “বালুদের জেলে ভরে সেই সুযোগে সিপিএম, কংগ্রেস, বিজেপি ভাঙড় থেকে বারাসত একসঙ্গে বেরিয়ে পড়েছে রাস্তায়। আর সবাইকে চোর চোর বলছে।” প্রত্যেকটা প্রজেক্টে ওরা কমিশন খায়, আর তৃণমূলের দিকে হাত তোলে- অভিযোগ তৃণমূল নেত্রীর।

 

তৃণমূল সভানেত্রীর অভিযোগ, “ভোট এলেই বিজেপি ভাঁওতা দেয়। পিএম কেয়ার ফান্ডে কত টাকা তুলেছে জানুন।“ মমতার কটাক্ষ, ভোটের আগে বিজেপি নেতারা মতুয়া বাড়ি ঘুরতে যান। সিএএ-এনআরসি আসলে ছলনা- তীব্র আক্রমণ তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায়, আপনারা নাগরিক না হলে ভোট দেন কী করে!

আরও পড়ুন: বছর শেষে কেষ্টপুরে ইডির হানায় উদ্ধার প্রায় ২ কোটি টাকা

সংখ্যালঘুদের সতর্ক করে বলেন, “সংখ্যালঘুদের বন্ধুরা সাবধান। আপনাদের আর্থিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা আমরা করেছি।“ আশঙ্কা প্রকাশ করেন মমতা বলেন, “আমরা ভোট কম পেলে বিজেপির অত্যাচার আরো বাড়বে। আমরা যতদিন আছি কেউ অত্যাচার করার চেষ্টা করলে, আমি পাহারাদার ছিলাম, আছি, থাকব।“

Related articles

1+1=3: সুখবর শোনালেন পরিণীতি-রাঘব

বিয়ের পর থেকেই পরিণীতির (Pariniti Chopra) প্রেগনেন্সি নিয়ে নানা গুজব ছড়ায়। কখনও নায়িকার পোশাক বা কখনও স্বামী রাজনীতিবিদ...

কৃষ্ণনগরে বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে গুলি করে খুন!

বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে (College Student) গুলি (Fire) করে খুন। ঘটনায় তীব্র চাঞ্চল্য কৃষ্ণনগরে। সোমবার, দুপুর...

Petrol Diesel price: গোটা দেশে অপরিবর্তিত আজকের পেট্রোল-ডিজেলের দাম

২৫ অগাস্ট (সোমবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে লিটার প্রতি...

নুন চুরি! বিজেপি নেতার মদতে কোন্নগরে সক্রিয় নুন চুরি চক্র! তদন্তে পুলিশ

রাজ্যের শাসকদলের বিরুদ্ধে চুরির ‘ভিত্তিহীন’ অভিযোগে সরব হওয়া বিরোধী বিজেপির(BJP) নেতা-নেত্রীরাই চুরিতে অভিযুক্ত। সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও...
Exit mobile version