Sunday, May 4, 2025

জন্মদিনে নিজের লেখা কবিতার বই প্রকাশ গায়ক সিধুর, সাহিত্য মিলল সঙ্গীতে!

Date:

একদিকে ডাক্তার অন্যদিকে সঙ্গীত শিল্পী (Singer), এবার আবার মুকুটে যুক্ত হল আরও এক পালক। ক্যাকটাসের সিধুকে (Sidhu) বহুমুখী প্রতিভার ভাণ্ডার বললেও হয়তো কম বলা হবে, অন্তত গায়কের জন্মদিনে এমন কথাই বলছেন তাঁর বন্ধু ও সতীর্থরা। কারণ গান গাওয়া, লেখা বা সুর করার পর এবার কবিতার বই লিখে ফেললেন সিধু ওরফে সিদ্ধার্থ রায় (Siddhartha Roy)। জন্মদিনে তাঁর লেখা প্রথম কবিতার বই ‘মধ্যরাতের ব্লুজ’ (Madhyarater blues) প্রকাশিত হল চাউ চাই-তে। বই প্রকাশ অনুষ্ঠানে তারকার হাট। উপস্থিত ছিলেন পটা, অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee), উপল সেনগুপ্ত (Upal Sengupta), সৌমিত্র রায়, প্রবুদ্ধ ব্যানার্জি, অনুপম রায় (Anupam Roy), গাবু, প্রস্মিতা পাল, উজ্জ্বয়িনী মুখোপাধ্যায় প্রমুখ। ‘মধ্যরাতের ব্লুজ’ আত্মপ্রকাশ করার পরই সুরেলা পরিবেশ তৈরি হয় অনুষ্ঠান প্রাঙ্গণে। গানে গানে গলা মেলান স্বয়ং সিধু। সুরে ঝড় তোলেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, উপল সেনগুপ্ত, প্রস্মিতা পাল, চন্দ্রিমা ভট্টাচার্য,গাবু। গান গাইলেন শতরূপ ঘোষ, গীটারে সুর তোলেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন ক্যাকটাসের অন্যান্য সদস্যরাও।

অভিযান পাবলিশার্স থেকে এই বই প্রকাশিত হয়েছে যা এই বছরের আন্তর্জাতিক কলকাতা বইমেলায় সঙ্গীতপ্রেমী মানুষের অন্যতম পছন্দের তালিকায় জায়গা করে নেবে এমনটাই আশা করছেন শিল্পীর বন্ধুরা। প্রচ্ছদ অলঙ্করণ করেছেন অতনু বিশ্বাস। সিধুর কথায় অনেক কবিতার বয়স বছর দশ, আবার কিছু কবিতার বয়স তারও বেশি বা কম। নানা সময় লেখা কবিতা এক ছাদের তলায় পাকাপাকি জায়গা করে নিল। কিছু কবিতা গান হয়েছে, কিছু কবিতাই হয়ে থেকে গিয়েছিল। সিধু লেন, ” যখন রাত নামে, চারিদিক শান্ত হয়ে যায়। তখন কবিতারা মাথায় ভিড় করে আসে।” প্রেম, প্রকৃতি, সামাজিক প্রেক্ষাপট নানা বিষয়ে মোট একুশটা কবিতা এই বইতে জায়গা পেয়েছে। বই প্রকাশের পর সিধুর কন্ঠে ‘বাড়লে বয়েস’, ‘হলুদ পাখি’ শোনানোর আবদার করেন অনেকেই। অনিন্দ্য চট্টোপাধ্যায় – উপল সেনগুপ্ত এদিন নস্টালজিয়ায় ভরা ‘আমার ভিনদেশী তারা’ উপহার দিলেন। গাবুর কন্ঠে ‘পালিয়ে বেড়াই’ জমিয়ে দিল বই প্রকাশ অনুষ্ঠানকে।


Related articles

ছয় দিনের জন্য বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, চিন্তায় উত্তরবঙ্গের পর্যটন ব্যবসা

গ্রীষ্মের ছুটিতে যখন সিকিম ও গ্যাংটকের মতো শীতল পাহাড়ি জায়গাগুলো ভ্রমণপিপাসুদের কাছে স্বর্গসম, ঠিক তখনই বড়সড় ধাক্কা খেল...

বিবিএলের বিধ্বংসী ক্রিকেটার এবার পঞ্জাব কিংস শিবিরে

বিবিএলের বিধ্বংসী ক্রিকেটার এবার পঞ্জাব কিংসে(PBKS)। গ্লেন ম্যাক্সওয়েলের(Glenn Maxwell) পরিবর্তে পঞ্জাব কিংসে এলেন মিচেল ওয়েন(Mitchell Owen)। গত ম্যাচেই...

নাগরিকত্বের আবেদন করেও পাননি, ষাটোর্ধ্ব হুগলির ফতেমা পাকিস্তানি চিহ্নিত!

৪৫ বছরের সংসার চন্দননগরে। আচমকা বাড়িতে পুলিশি হানা। জানা গেল গৃহবধূ পাকিস্তানের নাগরিক। প্রতিবেশিরা জানিয়েছেন গৃহবধূ যে পাকিস্তানের...

বেহালার বহুতলে আগুন, তিনটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে

আগুন লাগার ঘটনা পিছু ছাড়ছে না শহর কলকাতার। রবিবার দুপুরে আগুন লাগে বেহালার (Behala) একটি বহুতলে। চারতলার ফ্ল্যাটে...
Exit mobile version