Saturday, November 8, 2025

মুখ্যমন্ত্রীর ধ.মকের জের! হাওড়ার কার্নিভালে অ.শান্তি পাকানোর ঘটনায় গ্রে.ফতার ২

Date:

মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) কড়া ধমকের পরই তৎপর পুলিশ (Police)। হাওড়ার কার্নিভালে (Howrah Carnival) অশান্তি পাকানোর অভিযোগে দু’জনকে গ্রেফতার (Arrest) করল হাওড়া পুলিশ। বুধবার সকালেই আচমকা কার্নিভাল বন্ধ হয়ে যাওয়া প্রসঙ্গে উষ্মাপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি ধমক দিয়ে বলেন, কয়েকজনের জন্য একটা কার্নিভাল বন্ধ হয়ে যেতে পারে না। এসব আমি একেবারেই বরদাস্ত করব না। এরপরই মুখ্যমন্ত্রী নির্দেশে বৃহস্পতিবার থেকেই শুরু হয় কার্নিভাল। আর তার কয়েকঘণ্টা কাটতে না কাটতেই দুই অভিযুক্তকে (Accused) গ্রেফতার করল হাওড়ার জগাছা থানার পুলিশ। ধৃতদের নাম রাজ জালান এবং আকাশ দত্ত। তবে পুলিশ সূত্রে খবর, আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে অশান্তি পাকানোর অভিযোগ উঠেছে। তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

উল্লেখ্য, কার্নিভ্যালে বেআইনিভাবে পার্কিং ফি আদায়ের অভিযোগে বুধবার রাত থেকেই উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার ষষ্ঠী নারায়ণ ইকো পার্ক। এর পরেই নিরাপত্তার কারণে কার্নিভাল বন্ধ করে দেন পুর চেয়ারপার্সন। ঘটনার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে পৌঁছলে বৃহস্পতিবার ডুমুরজলা হেলিপ্যাড থেকে চাকলা যাওয়ার আগে কার্নিভাল বন্ধ করা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘‘এই ধরনের ঘটনা আমি সমর্থন করি না। এটা একেবারেই ঠিক হয়নি। পুর প্রশাসক নিজের মতো আইন মেনে কাজ করবেন। কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ।’’

এরপরই মুখ্যমন্ত্রীর কথামতো রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস সব পক্ষের সঙ্গে বৈঠক করে কার্নিভাল শুরু করেন। তবে মাঝপথে কার্নিভাল বন্ধ হয়ে যাওয়ার কারণে ২ জানুয়ারির পরিবর্তে ৩ জানুয়ারি শেষ হবে।

 

 

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version