Sunday, November 9, 2025

মুখ্যমন্ত্রীর ধ.মকের জের! হাওড়ার কার্নিভালে অ.শান্তি পাকানোর ঘটনায় গ্রে.ফতার ২

Date:

মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) কড়া ধমকের পরই তৎপর পুলিশ (Police)। হাওড়ার কার্নিভালে (Howrah Carnival) অশান্তি পাকানোর অভিযোগে দু’জনকে গ্রেফতার (Arrest) করল হাওড়া পুলিশ। বুধবার সকালেই আচমকা কার্নিভাল বন্ধ হয়ে যাওয়া প্রসঙ্গে উষ্মাপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি ধমক দিয়ে বলেন, কয়েকজনের জন্য একটা কার্নিভাল বন্ধ হয়ে যেতে পারে না। এসব আমি একেবারেই বরদাস্ত করব না। এরপরই মুখ্যমন্ত্রী নির্দেশে বৃহস্পতিবার থেকেই শুরু হয় কার্নিভাল। আর তার কয়েকঘণ্টা কাটতে না কাটতেই দুই অভিযুক্তকে (Accused) গ্রেফতার করল হাওড়ার জগাছা থানার পুলিশ। ধৃতদের নাম রাজ জালান এবং আকাশ দত্ত। তবে পুলিশ সূত্রে খবর, আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে অশান্তি পাকানোর অভিযোগ উঠেছে। তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

উল্লেখ্য, কার্নিভ্যালে বেআইনিভাবে পার্কিং ফি আদায়ের অভিযোগে বুধবার রাত থেকেই উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার ষষ্ঠী নারায়ণ ইকো পার্ক। এর পরেই নিরাপত্তার কারণে কার্নিভাল বন্ধ করে দেন পুর চেয়ারপার্সন। ঘটনার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে পৌঁছলে বৃহস্পতিবার ডুমুরজলা হেলিপ্যাড থেকে চাকলা যাওয়ার আগে কার্নিভাল বন্ধ করা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘‘এই ধরনের ঘটনা আমি সমর্থন করি না। এটা একেবারেই ঠিক হয়নি। পুর প্রশাসক নিজের মতো আইন মেনে কাজ করবেন। কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ।’’

এরপরই মুখ্যমন্ত্রীর কথামতো রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস সব পক্ষের সঙ্গে বৈঠক করে কার্নিভাল শুরু করেন। তবে মাঝপথে কার্নিভাল বন্ধ হয়ে যাওয়ার কারণে ২ জানুয়ারির পরিবর্তে ৩ জানুয়ারি শেষ হবে।

 

 

 

Related articles

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...

১১ বলেই অর্ধশতরান! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী(Asis Kumar Chowdhury)। মোট...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...
Exit mobile version