Sunday, November 9, 2025

মুখ্যমন্ত্রীর ধ.মকের জের! হাওড়ার কার্নিভালে অ.শান্তি পাকানোর ঘটনায় গ্রে.ফতার ২

Date:

মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) কড়া ধমকের পরই তৎপর পুলিশ (Police)। হাওড়ার কার্নিভালে (Howrah Carnival) অশান্তি পাকানোর অভিযোগে দু’জনকে গ্রেফতার (Arrest) করল হাওড়া পুলিশ। বুধবার সকালেই আচমকা কার্নিভাল বন্ধ হয়ে যাওয়া প্রসঙ্গে উষ্মাপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি ধমক দিয়ে বলেন, কয়েকজনের জন্য একটা কার্নিভাল বন্ধ হয়ে যেতে পারে না। এসব আমি একেবারেই বরদাস্ত করব না। এরপরই মুখ্যমন্ত্রী নির্দেশে বৃহস্পতিবার থেকেই শুরু হয় কার্নিভাল। আর তার কয়েকঘণ্টা কাটতে না কাটতেই দুই অভিযুক্তকে (Accused) গ্রেফতার করল হাওড়ার জগাছা থানার পুলিশ। ধৃতদের নাম রাজ জালান এবং আকাশ দত্ত। তবে পুলিশ সূত্রে খবর, আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে অশান্তি পাকানোর অভিযোগ উঠেছে। তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

উল্লেখ্য, কার্নিভ্যালে বেআইনিভাবে পার্কিং ফি আদায়ের অভিযোগে বুধবার রাত থেকেই উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার ষষ্ঠী নারায়ণ ইকো পার্ক। এর পরেই নিরাপত্তার কারণে কার্নিভাল বন্ধ করে দেন পুর চেয়ারপার্সন। ঘটনার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে পৌঁছলে বৃহস্পতিবার ডুমুরজলা হেলিপ্যাড থেকে চাকলা যাওয়ার আগে কার্নিভাল বন্ধ করা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘‘এই ধরনের ঘটনা আমি সমর্থন করি না। এটা একেবারেই ঠিক হয়নি। পুর প্রশাসক নিজের মতো আইন মেনে কাজ করবেন। কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ।’’

এরপরই মুখ্যমন্ত্রীর কথামতো রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস সব পক্ষের সঙ্গে বৈঠক করে কার্নিভাল শুরু করেন। তবে মাঝপথে কার্নিভাল বন্ধ হয়ে যাওয়ার কারণে ২ জানুয়ারির পরিবর্তে ৩ জানুয়ারি শেষ হবে।

 

 

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version