Friday, November 7, 2025

বিহার রাজনীতিতে ফের বড়সড় রদবদল। লোকসভা নির্বাচনকে মাথায় রেখে জনতা দল ইউনাইটেডের রাশ নিজের কাঁধে নিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সর্বভারতীয় সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল রাজীব রঞ্জন সিং অর্থাৎ লালন সিংকে। সবমিলিয়ে আসন্ন লোকসভা নির্বাচনের বড় দায়িত্ব কাঁধে নিলেন নীতীশ।

শুক্রবার দিল্লিতে জেডিইউয়ের (JDU) জাতীয় কর্মসমিতির বৈঠকে নিজেই সরে দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ করেন লালন সিং। নীতীশের নির্দেশেই এই সিদ্ধান্ত নেন তিনি। তারপরই দলের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা ফের সভাপতি পদে নীতীশের নাম প্রস্তাব করেন। এবং তিনিই সর্বভারতীয় সভাপতি পদে নির্বাচিত হন। যদিও এই গোটা বিষয়টি পূর্বপরিকল্পিত বলে মনে করছে রাজনৈতিক মহল। সংশ্লিষ্ট মহলের দাবি, আসলে অতিরিক্ত লালুপ্রসাদ যাদব প্রীতি দেখাচ্ছিলেন লালন সিং। তাতে রীতিমতো ক্ষুব্ধ ছিলেন নীতীশ। এদিকে লালনের লালু প্রীতির জেরে লোকসভার (Lok Sabha) আগে আসনরফার ক্ষেত্রে সমস্যা হতে পারে বলে আশঙ্কা ছিল তাঁর। এই অবস্থায় দলের রাশ তুলে নিলেন নিজের কাঁধে।

আসলে বিহারের মুখ্যমন্ত্রীর নজর এই মুহূর্তে দিল্লির কুরসিতে। সেকারণে দলের অন্দরে কোনওরকম বাধা বিপত্তি রাখতে চান না তিনি। রাজধানীতে সেই ইঙ্গিতও মিলেছে এদিন। দলের বৈঠকে বারবার স্লোগান উঠেছে, ‘দেশ কা প্রধানমন্ত্রী ক্যায়সা হো, নীতীশ কুমার জ্যায়সা হো।’ “প্রদেশ নে পেহেচানা হ্যায়, দেশ ভি পেহেচানেগা।” উদ্দেশ্য পরিষ্কার, নীতীশকেই ইন্ডিয়া (INDIA) জোটের প্রধানমন্ত্রীর পদপ্রার্থী রূপে তুলে ধরা।

Related articles

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

ফলপ্রকাশ SSC একাদশ-দ্বাদশের: ডিসেম্বরের মধ্যে নিয়োগ বাস্তবায়নের পদক্ষেপ, দাবি ব্রাত্যর

বাংলায় কর্মসংস্থানে সদা সচেষ্ট প্রশাসন ও প্রশাসনের সব দফতর। ফের একবার তার প্রমাণ মিলল নির্দিষ্ট সময়ের মধ্যেই এসএসসি-র...

দুর্নীতির অভিযোগ তোলা চিকিৎসকই দুর্নীতিতে অভিযুক্ত! সাসপেন্ড আখতার আলি

আরজিকরের চিকিৎসক তরণীর ধর্ষণ খুনের ঘটনার মধ্যেই আর্থিক দুর্নীতি ঘিরে শোরগোল শুরু হয় আর জি কর হাসপাতালে। গ্রেফতার...
Exit mobile version