Sunday, May 11, 2025

ইজরায়েলি গুপ্তচর সন্দেহে এক মহিলা সহ চারজনকে ফাঁসিতে ঝোলালো ইরান প্রশাসন। শুক্রবার এই তথ্য প্রকাশ্যে এনেছে ইরানের সংবাদ সংস্থা ‘মিজান’। যে চারজনকে ফাঁসি দেওয়া হয়েছে তারা হলেন, বাফা হানারেহ, আরাম ওমারি, রহমান পারহাজো ও নাসিম নামাজি। অভিযোগ, এই চারজন ইজরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত ছিল।

ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের বিচার বিভাগের প্রধান কর্মকর্তা নাসের আতাবাতি জানিয়েছেন, ওই ৪ অপরাধী ইরানের গোপন তথ্য ফাঁস করার পরিবর্তে মোসাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছে। মোসাদ কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কলে তাদের যোগাযোগ হতো। তাঁরা নিজ প্রদেশের পাশাপাশি তেহরান এবং দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশে নাশকতামূলক তৎপরতা চালিয়েছে। এই অপরাধে ২০২২ সালের অক্টোবরে তাঁদেরকে আটক করা। বিচারে তাদের ফাঁসির সাজা শোনানো হয়।

উল্লেখ্য, ইজরায়েলকে স্বীকৃতি দেয়নি ইরান। দুই দেশ দীর্ঘদিন ধরে একে অপরের বিরুদ্ধে ছায়াযুদ্ধে লিপ্ত রয়েছে। ১৬ ডিসেম্বর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ সিস্তান-বেলুচিস্তানে মোসাদের হয়ে কাজ করার জন্য দোষী সাব্যস্ত হওয়া এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এর আগে, ২০২২ সালের ডিসেম্বরে চারজনকে ফাঁসি দেয় ইরান। তাদেরকে ইজরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে সহযোগিতার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল। মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটাস গ্রুপ জানায়, চলতি বছর ইরানে ছয় শতাধিক মানুষের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। গত আট বছরের মধ্যে এটি সর্বোচ্চ। এর আগে ২০১৫ সালে ইরানে ৯৭২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা করা হয়।

Related articles

তাপপ্রবাহের মাঝেই দক্ষিণবঙ্গের ৩ জেলায় আজ বৃষ্টির পূর্বাভাস!

রবিবাসরীয় সকালে বাজার-দোকান করতে গিয়ে ঘর্মাক্ত বাঙালি। ছুটির দিনে তাপপ্রবাহের জেরে বাড়ছে অস্বস্তি। এর মাঝেই দক্ষিণবঙ্গের (South Bengal...

জেলায় জেলায় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে আজ দুপুরে বৈঠকে মুখ্যসচিব: সূত্র

সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি (Ceasefire) কার্যকরী হলেও পরিস্থিতির গুরুত্ব বুঝে ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে এবার বাংলার জেলায় জেলায় নিরাপত্তা...

মাতৃদিবসে গান লিখলেন মমতা, এক্স হ্যান্ডেলে শ্রদ্ধা-শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর

মাতৃদিবসে (Mother's Day) সব মা'কে শুভেচ্ছা জানিয়ে গান লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথা ও...

অবিলম্বে পাক মুলুকে বন্দি বাংলার জওয়ানকে ফেরানোর দাবি, কেন্দ্রকে ‘চাপ’ কল্যাণের

ভারত- পাকিস্তান সংঘর্ষ বিরতির (Ceasefire between India and Pakistan) মাঝে পাকিস্তান সেনার হাতে আটক বাংলার জওয়ান পূর্ণম কুমার...
Exit mobile version