Sunday, November 9, 2025

তিনমাস ধরে পুরোপুরি নিখোঁজ চিনের প্রতিরক্ষামন্ত্রী (Defence Minister)। নভেম্বরে জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ শি জিনপিংয়ের। বছর শেষে নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ চিনে। এমন একজনকে সেই পদে বেছে নেওয়া হল যিনি এতদিন দেশের নৌবাহিনীর প্রধান (Naval Chief) ছিলেন। এই সব সূত্রই যেন একটা দিকে ইঙ্গিত করছে – দেশের প্রতিরক্ষার দ্বায়িত্বে এমন একজন থাকবেন যিনি যুদ্ধটা বোঝেন। আবার আমেরিকার মতো জটিল কূটনৈতিক বিষয়গুলিকে ঠাণ্ডা মাথায় নিয়ন্ত্রণ করে আমেরিকাকে তুষ্ট রাখতে পারে। আবার তলে তলে দক্ষিণ চিন সাগরে (South China Sea) নিজেদের দখলও জমাতে পারে।

চিনের পূর্ববর্তী প্রতিরক্ষা মন্ত্রী লি সাংফুকে আগস্টমাসে দ্বায়িত্ব থেকে সরিয়ে দেয় জিনপিং সরকার। এমনকি তারপর থেকে তিনি যেন পুরো উবে গিয়েছেন। তাঁর মন্ত্রিত্বের মেয়াদ ছিল মাত্র ৬ মাস। এবার নৌবাহিনীর প্রধান ডং জুনকে প্রতিরক্ষার দ্বায়িত্ব দেওয়া হল। নৌবাহিনীর দ্বায়িত্বে থাকার সঙ্গে ডংয়ের বিশেষত্ব দক্ষিণ চিন সাগরকে তিনি হাতের তালুর মতো চেনেন। এই এলাকায় তিনি দীর্ঘদিন বিভিন্ন দ্বায়িত্ব সামলেছেন। অর্থাৎ তাইওয়ানের (Taiwan) দিক থেকে আসা ‘ঘরোয়া সমস্যা’র সমাধানে তিনি ভূমিকা নিতে পারবেন। অন্যদিকে দক্ষিণ চিন সাগরে আমেরিকার সঙ্গে সংঘাতের পরিস্থিতি তৈরি হলে সেখানেও চিনকে সুবিধা দিতে পারবেন।

ইতিমধ্যেই ভারত মহাসাগরের মালয়েশিয়া, ফিলিপিন্সের মতো দ্বীপে সমঝোতার মধ্যে দিয়ে নিজেদের কর্তৃত্ব বজায় রাখতে সচেষ্ট চিন। পাশাপাশি আমেরিকার সঙ্গেও সদ্ভাবে রাখার নীতি শি জিনপিংয়ের। আমেরিকার সঙ্গে যৌথ আলাপ আলোচনা চলার মাঝেই স্ট্যান্ডিং কমিটি থেকে ৯ জন সিনিয়র মিলিটারি অফিসার ও মিসাইল ডিফেন্স ফার্ম থেকে তিন এক্সেকিউটিভকে সরিয়ে দেয়। আবার প্রতিরক্ষামন্ত্রী বদলের মতো এত বড় সিদ্ধান্তও এলো দুদেশের রাষ্ট্রপতিদের বৈঠকের পর। রাজনীতিকদের অনেকেরই অনুমান, বিশ্ব রাজনীতিতে নিজেদের স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরার জন্য উঠে পড়ে লেগেছে চিন। সেই জন্যই পুরোনো ব্যবস্থা বদলে ফেলার একটা ছবি তুলে ধরার চেষ্টা চালাচ্ছেন শি জিনপিং।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version