Tuesday, August 26, 2025

৩ জানুয়ারি গঙ্গাসাগরে যাবেন মুখ্যমন্ত্রী, শনিতে প্রস্তুতি খতিয়ে দেখলেন জেলাশাসক

Date:

৭-১৫ জানুয়ারি সাগরদ্বীপে গঙ্গাসাগর মেলা। প্রস্তুতি খতিয়ে দেখতে জানুয়ারির ৩ তারিখ গঙ্গাসাগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banejee)। তার আগে শনিবার প্রস্তুতি খতিয়ে দেখলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা। ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, জেলা প্রশাসনের একাধিক আধিকারিক।

গঙ্গাসাগর মেলার সময় তীর্থযাত্রীদের কোনও অসুবিধা যাতে না হয় সে সব বিষয় খতিয়ে দেখেন জেলাশাসক। ৩ জানুয়ারি গঙ্গাসাগর মেলার প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে হাজির হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banejee)। তার আগেই মেলা প্রস্তুতির কাজ শেষ হয়ে যাবে বলে আশা জেলা প্রশাসনের। মুখ্যমন্ত্রী যাওয়ার আগে সাজছে মেলা প্রাঙ্গণ। যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ। এদিন জেলা প্রশাসনের আধিকারিকেরা গঙ্গাসাগরে হেলিপ্যাড ময়দান থেকে শুরু করে গঙ্গাসাগর বাসস্ট্যান্ড-সহ সমুদ্র সৈকতের বিভিন্ন রাস্তা পরিদর্শন করেন।

তীর্থযাত্রীদের সুবিধার্থে এবছর গঙ্গাসাগরে ৬ নম্বর রাস্তা করা হয়েছে। এই রাস্তার মাধ্যমে খুব সহজে তীর্থযাত্রীরা গঙ্গা স্নান করে মন্দিরে পুজো দিতে পারবেন। জেলাশাসক জানান, যুদ্ধকালীন তৎপরতাই গঙ্গাসাগর মেলার কাজ চলছে। বিভিন্ন পয়েন্টগুলিতে প্রস্তুতির কাজ চালাচ্ছেন জেলা প্রশাসনের আধিকারিকেরা। পুণ্যার্থীদের যাতায়াতের জন্য থাকছে পর্যাপ্ত সংখ্যায় বাস।  সব সময় ভেসেল পরিষেবা থাকবে। মেলার প্রস্তুতি দেখার পাশাপাশি কপিলমুণির মন্দির চত্বরও ঘুরে দেখেন সুমিত গুপ্ত-সহ জেলা প্রশাসনের আধিকারিকেরা। মেলার প্রস্তুতি নিয়ে মন্দিরের পুরোহিতদের সঙ্গে বৈঠক করেন জেলাশাসক।

গত বছরের তুলনায় পুণ্যার্থীর সংখ্যা এ বছর অনেকটাই বৃদ্ধি পাবে বলে মনে করছে জেলা প্রশাসন। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, এবছর প্রায় ৭০ লক্ষ পুণ্যার্থী আসার সম্ভাবনা রয়েছে। সুষ্ঠুভাবে গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) পরিচালন করার ক্ষেত্রে বদ্ধপরিকর রাজ্য সরকার। গঙ্গাসাগর মেলার কোনওরকম খামতি রাখতে চাইছে না প্রশাসন।

নিরাপত্তার কথা মাথায় রেখে ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের আধিকারিকদের মধ্যে বেশ কয়েকবার উচ্চ পর্যায়ে বৈঠক করা হয়েছে। পরিবেশ বান্ধব ও প্লাস্টিক মুক্ত গঙ্গাসাগর মেলা করার ক্ষেত্রে বদ্ধপরিকর রাজ্য। মেলায় কোনরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। তদারকিতে থাকছেন একাধিক মন্ত্রী। নবান্ন থেকে মেলার দিনগুলিতে  নজরদারি রাখবেন মুখ্যমন্ত্রী।

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version