Sunday, November 9, 2025

জোটের তৎপরতা তুঙ্গে, উত্তরপ্রদেশে তৃণমূলকে একটি আসন ছাড়তে রাজি অখিলেশ

Date:

২৪-এর লোকসভা নির্বাচনকে নজরে রেখে আসন সমঝোতার কাজ জোরকদমে শুরু করে দিয়েছে বিরোধী শিবির। আর সেই লক্ষ্যে আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে তৃণমূলকে একটি আসন ছাড়তে রাজি হল সমাজবাদী পার্টি। সম্প্রতি তাদের দলীয় বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন দলের শীর্ষ নেতা অখিলেশ যাদব। তবে কোন আসন থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী লড়বেন তা এখনও চূড়ান্ত হয়নি।

সমাজবাদী পার্টির অন্যতম শীর্ষ নেতা কিরণময় নন্দ জানালেন, বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো সমাজবাদী পার্টির হয়ে উত্তরপ্রদেশে প্রচার করেছেন। গত চার দশক ধরে তাঁর রাজনৈতিক লড়াইকেও কুর্নিশ জানাই আমরা। আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলাম একটি আসন আমরা ছাড়ব। সেইমতো সমাজবাদী পার্টির অভ্যন্তরীণ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা এই সিদ্ধান্তের কথা ললিতেশ ত্রিপাঠীকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি। ওঁরা উত্তরপ্রদেশে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করছেন। তবে কোন আসনটি তৃণমূল কংগ্রেস চাইবে তা কথা বলে আমাদের জানাবে। কিরণময়ের কথায়, আমরা ইন্ডিয়া জোটে রয়েছি। এই পদক্ষেপের ফলে নিশ্চিতভাবেই জোটের বন্ধন আরও শক্তিশালী হবে। এটা একটা উদাহরণও তৈরি হল।

আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে বদ্ধপরিকর ইন্ডিয়া জোটের কুশীলবরা। সেই লক্ষ্যে নিজেদের মধ্যে বোঝাপড়া ও আসন সমঝোতার বিষয়টি এখুনি সেরে রাখতে চান তৃণমূল কংগ্রেস-সমাজবাদী পার্টি-সহ বাকিরা। যে কারণে বারবার আসন রফার বিষয়টিতে জোর দিচ্ছে তৃণমূল কংগ্রেস। তা না হলে প্রচারপর্বে দেরি হয়ে যাবে। এই সুযোগ হাত ছাড়া করতে নারাজ তৃণমূল কংগ্রেস। সমাজবাদী পার্টির তরফে এই রাজনৈতিক সৌজন্যেও ইন্ডিয়া জোটের শরিক হিসেবে এই আন্তরিকতায় খুশি তৃণমূল শীর্ষ নেতৃত্ব। এবার আলোচনা করে সিদ্ধান্ত জানিয়ে দেবেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version