Saturday, November 8, 2025

পলিটেকনিক, আইটিআই পড়তে বিশেষ সুবিধা মেয়েদের, পথ দেখাচ্ছে রাজ্য

Date:

রাজ্যে মেয়েদের শিক্ষার প্রসারে যে ধরনের উদ্যোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন অন্যান্য রাজ্য বা কেন্দ্র সরকারের কাছে তো বটেই, বিশ্বে তা এখন দৃষ্টান্ত। এবার নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে আরও একধাপ এগোতে চলেছে রাজ্য। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় (Technical Education Training and Skill Development) মেয়েদের জন্য আসন সংরক্ষণ ব্যবস্থা চালু করতে চলেছে রাজ্য সরকার। পাশাপাশি আসন সংরক্ষণের পরিকল্পনা নেওয়া হয়েছে স্থানীয় ছাত্র ও ছাত্রী উভয়ের জন্যই।

আগামী শিক্ষাবর্ষ থেকে রাজ্যের সমস্ত পলিটেকনিক, আইটিআই ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে মেয়েদের জন্য ২০ শতাংশ আসন সংরক্ষিত (seat reservation) থাকবে। সব রাজ্যের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য। পাশাপাশি কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া জেলা এবং নদিয়ার কল্যাণী, হুগলির চুঁচুড়া, চন্দননগর ও শ্রীরামপুর মহকুমা ছাড়া এই দুই জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে পাশ করা ছাত্র-ছাত্রীদের জন্য ৫০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। জিটিএ এলাকাতেও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে স্থানীয়দের ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

সম্প্রতি কারিগরি শিক্ষা দফতর ভর্তি সংক্রান্ত নতুন নীতি ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেছে। নতুন নীতিতে বলা হয়েছে, যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ভর্তি হবে। তবে যেসব ক্ষেত্রে আসন সংরক্ষিত থাকছে সেখানে দু দফার কাউন্সিলিং (councilling) হয়ে যাওয়ার পরও সংরক্ষিত আসন না ভরলে সেগুলি সাধারণ আসনে পরিণত করার পথও খোলা থাকছে। নতুন নীতিতে ভর্তির কাউন্সেলিং ও নথি যাচাই করার প্রক্রিয়াও সরল করা হচ্ছে। নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে অনলাইনে ভর্তির জন্য আবেদন ও ফি জমা দেওয়ার ব্যবস্থাও হবে।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version