বছর শেষেও উধাও শীত! কুয়াশার চাদরে ঢাকল গোটা রাজ্য

বছরের শেষ দিনেও শীতের (Winter) দেখা নেই। রবিবার কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। তবে এদিন সকালের দিকে কনকনে হাওয়ার দাপট ছিল। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তুরে হাওয়ার পাশাপাশি দাপট দেখাচ্ছে কুয়াশাও (Fog)। কুয়াশা রয়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও।

কিন্তু কেন ডিসেম্বরের শেষদিনেও ঠান্ডার এমন আকাল? আবহাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শীতের দাপট কমেছে উত্তর ভারতেও। সেই পশ্চিমী ঝঞ্ঝারই রেশ দক্ষিণবঙ্গে। আগামী ৭ দিনেও শীত ফেরার আশা নেই। উল্টে রাতের তাপমাত্রা আরও কিছুটা বাড়ার আশঙ্কা রয়েছে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে যা ১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৬ শতাংশ, সর্বনিম্ন ৪৯ শতাংশ।

এদিকে বছরের শেষ দিনে ঘন কুয়াশায় ঢেকেছে ডুয়ার্স। ঠান্ডায় জবুথবু ডুয়ার্সবাসী। পারদ ১১ ডিগ্রিতে নেমেছে। বর্ষশেষের উন্মাদনায় মেতেছে পর্যটকরা।

 

 

 

Previous articleগ্লাভস কারখানায় ভ.য়াবহ অ.গ্নিকাণ্ড! মৃ.ত কমপক্ষে ৬ শ্রমিক, কারণ নিয়ে ধোঁ.য়াশা
Next articleভিড়ের চাপে ভাঙল গেট! অনুপম রায়ের অনুষ্ঠানে বড় দু.র্ঘটনা