আজ সুপ্রিম কোর্টে কামদুনি মামলার শুনানি

কামদুনি কেসে (Kamduni Case) কলকাতা হাইকোর্টের (Calcutta High court) সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে পিটিশন ফাইল করেছেন কামদুনি প্রতিবাদীরাও। শীর্ষ আদালতে (Supreme Court) মামলা করেছে রাজ্য সরকারও (government of West Bengal)। গত ১৯ অক্টোবরের পর আজকের সেই মামলা উঠছে এজলাসে। ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গেছে নির্যাতিতার পরিবার, মৌসুমী-টুম্পা সহ দিল্লিতে কামদুনির প্রতিবাদীরাও রয়েছে সেখানে। আজ সুপ্রিম কোর্টে কামদুনি মামলার শুনানি হতে চলেছে।

 

কলকাতা হাইকোর্টের নির্দেশে কামদুনি-কাণ্ডে দোষীদের ফাঁসি রদ হয়। এই রায় ঘোষণার পর রাজ্য সরকার শীর্ষ আদালতে যাওয়া সিদ্ধান্ত নেয়। তবে মানুষের অনুভূতি নিয়ে রাজনীতি করার লক্ষ্যে উঠে পড়ে লাগে বিজেপি। প্রতিবাদীদের রাজ্য সরকারের বিরুদ্ধে প্রভাবিত করার পাশাপাশি মিথ্যে আশ্বাসের তাস খেলতে দেখা যায় শুভেন্দু অধিকারী সহ রাজ্যের বিরোধী দলের নেতা-নেত্রীদের। কামদুনির ঘটনাকে কেন্দ্র করে করে কার্যত ঘোলা জলে রাজনীতি করতে নেমে পড়ে পদ্ম শিবির। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে আগেই বলা হয়েছে যে এখানে কোনও রাজনীতির জায়গা নেই। রাজ্য সরকার সবসময় নির্যাতিতার পরিবারের পাশেই আছে।

Previous articleকেন্দ্রের নতুন পরিবহন নীতির প্রতিবাদ, এবার বিক্ষোভের আঁচ কলকাতায়!
Next articleশিক্ষকদের উপস্থিতি নিয়ে কড়া পর্ষদ, আজ থেকেই নতুন নিয়ম চালু!