আইপিএলের প্রথম মাসের খেলা দেখেই বাছাই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দল।কারণ, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের শেষ টি-টোয়েন্টি সিরিজ জানুয়ারিতে। তার পর টি-টোয়েন্টি ক্রিকেট বলতে রয়েছে শুধু আইপিএল। জানুয়ারিতে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজে অনেক ক্রিকেটারকে পাওয়া যাবে না। তাঁদের চোট রয়েছে। সেই কারণে খেলতে পারবেন না। তাই বিশ্বকাপের দল বেছে নেওয়ার জন্য আইপিএলের প্রথম মাসে কোন ক্রিকেটার কেমন খেলছে তা দেখতে চাইছে বিসিসিআই। আইপিএল শুরু হবে মার্চে। দু’মাস ধরে চলবে এই প্রতিযোগিতা। টি-টোয়েন্টি বিশ্বকাপের দু’সপ্তাহ আগে শেষ হওয়ার সম্ভাবনা আইপিএলের। তাই এই প্রতিযোগিতা দেখেই বেছে নেওয়া হবে ভারতীয় দল।
হার্দিক পাণ্ডিয়া এবং সূর্যকুমার যাদব জানুয়ারি মাসে আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে পারবেন না। তাঁদের চোট রয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের হয়ে যে দলটি টেস্ট খেলছে, সেই দলের ক্রিকেটারেরাও আফগানিস্তানের বিরুদ্ধে সকলে না-ও খেলতে পারেন। বিসিসিআই সূত্রের খবর, সূর্য এবং হার্দিক চোট নিয়ে ভুগছেন। আর আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ দেখে বিশ্বকাপের দল বাছা সম্ভব নয়।