Monday, May 5, 2025

জুটমিল শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধি নিয়ে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত

Date:

রাজ্যের ১১৩টি জুটমিলের প্রায় আড়াই লক্ষ শ্রমিকের জন্য এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হল। বুধবার, জুটমিল মালিকদের সংগঠন IJMA এবং সংগঠনের বাইরে থাকা জুটমিলের (Jute mill) প্রতিনিধি ও ২৩টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে রাজ্যের শ্রম দফতরের মধ্যস্থতায় এক ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। রাজ্যের শ্রম, আইন ও বিচার বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী মলয় ঘটক এই চুক্তি স্বাক্ষর উপলক্ষ্যে অনুষ্ঠিত ত্রিপাক্ষিক বৈঠকে পৌরহিত্য করেন। ছিলেন INTTUC-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বিধায়ক ও INTTUC স্বীকৃত অল বেঙ্গল তৃণমূল জুট অ্যান্ড টেক্সটাইল ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি সোমনাথ শ্যাম।

এই বৈঠকের আগে মন্ত্রীর উপস্থিতিতে আরও ৯টি ত্রিপাক্ষিক ও একাধিক দ্বিপাক্ষিক বৈঠক হয়। অবশেষে এদিন সব পক্ষের ঐকমত্যের ভিত্তিতে চুক্তি স্বাক্ষরিত হয়। তাতে প্রায় সবস্তরে শ্রমিকদের বেতন আর সুযোগ সুবিধার রেকর্ড বৃদ্ধি হয়েছে।

চুক্তির মূল বিষয়-
1. নতুন যে সব শ্রমিক জুটমিলের (Jute mill) কাজে যোগ দেবেন তাঁদের মোট বেতন (Gross Salary) হবে মাসিক ১৪,০৬৬ টাকা যা আগের নতুন যুক্ত হওয়া শ্রমিকরা যা পেতেন তার থেকে প্রায় ৩৫৬২ টাকা বেশি। এই চুক্তির ফলে নতুন শ্রমিক পিছু কোম্পানির খরচ (CTC) বাড়বে ৪৫৫০ টাকা।
সবচেয়ে পুরনো শ্রমিকদের বর্তমান মোট মাসিক বেতন ১৬৭১৮ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১৭২৭১ টাকা হবে। অর্থাৎ মাসিক বৃদ্ধি ৫৫৩ টাকা।
২০১৯ সালে নিযুক্ত শ্রমিকদের মোট মাসিক বেতন ১৩৫৪৬ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১৪১৩২ টাকা হবে। অর্থাৎ মাসিক বৃদ্ধি ৫৮৬ টাকা।
২০০২ সালে নিযুক্ত শ্রমিকদের মোট মাসিক বেতন ১৫২১০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে হবে ১৫৮৩৭ টাকা। অর্থাৎ মাসিক বৃদ্ধি ৬২৭ টাকা।

2. বর্তমানে জুটমিলের কর্মরত সমস্ত শ্রমিকের অ্যাড হক ১৩০ টাকা অতিরিক্ত বেতন দেওয়া হবে।

3. সব শ্রমিকদের বাড়িভাড়া বাবদ ভাতা ৫% থেকে বাড়িয়ে ৭.৫% করা হয়েছে।

4. আগে সবচেয়ে পুরনো শ্রমিকরা দৈনিক ৫০ পয়সা এবং নতুন শ্রমিকেরা ১৫ টাকা করে হাজিরা ভাতা পেতেন। নতুন চুক্তির মাধ্যমে সবচেয়ে পুরনো শ্রমিকেরা দৈনিক ১ টাকা এবং ন্যূনতম দৈনিক ৪৮৫ টাকা বেতনে নিযুক্ত শ্রমিকেরা দৈনিক ২০ টাকা হাজিরা ভাতা পাবেন।

5. এই প্রথম জুটমিলের শ্রমিকদের কাজের ধরন অনুযায়ী চার ভাগে বিভক্ত করা হয়েছে, অদক্ষ, সামান্য দক্ষ, দক্ষ ও অতি দক্ষ।

6. এই চার ভাগে সমস্ত শ্রমিকদের কাজের ধরন অনুযায়ী ভাগ করে তাদের নির্দিষ্ট fitment ভাতা দেওয়া হবে এবং আগামী ৬ মাসের মধ্যে state productivity council এর পরামর্শ নিয়ে শ্রমিকদের কাজের বোঝা, গ্রেড ও স্কেল নির্ধারণ করা হবে।

Related articles

রিষড়ার সাউভাই দ্রুত ফিরে আসুন: বিএসএফ জওয়ানের জন্য অপেক্ষা মুখ্যমন্ত্রীর

১২ দিন অতিক্রান্ত হলেও বাংলার বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউকে দেশে ফিরিয়ে আনতে ব্যর্থ নরেন্দ্র মোদি সরকার। এমনকি রবিবার...

মোহনবাগানের পথে রবসন রবিনহো!

ইস্টবেঙ্গলে(Eastbengal) যাওয়ার কথা শোনা গেলেও দল বদলের বাজেরা হঠাত্ই যেন পট পরিবর্তন। রবসন রবিনহো(Robson Robinho) ইস্টবেঙ্গলে নয়, যেতে...

আমি লালকেল্লার উত্তরাধিকারী! বেগমের আবেদন নাকচ সুপ্রিম কোর্টের

লালকেল্লার মাথায় ত্রিবর্ণ পতাকা। এটাই স্বাধীন ভারতের প্রতীক গোটা বিশ্বের কাছে। এবার সেই লালকেল্লার অধিকার দাবি করেই সুপ্রিম...

ধূলিয়ান থেকে দুই পরিবারকে তুলে এনেছে! মুর্শিদাবাদ রওনার আগে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অশান্তির আবহে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে গিয়ে প্রভাবিত করা ঠিক নয়, এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী...
Exit mobile version