Thursday, August 21, 2025

প্রবীণ নাগরিকদের শ্রদ্ধা-সম্মান জানাবেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৭ তারিখ বিষ্ণুপুরের পৈলান যুবসংঘের মাঠে বিকেল ৩টেয় নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের প্রবীণ নাগরিকদের শ্রদ্ধার্ঘ্য জানাবেন স্থানীয় সাংসদ। রয়েছে একাধিক কর্মসূচি।

পৈলানের ওই সভা থেকে প্রবীণ নাগরিকদের সম্মান জানানো হবে। সেই কারণেই এই অনুষ্ঠানের নাম ‘শ্রদ্ধার্ঘ্য’। সোশ্যাল মিডিয়ায় অনুষ্ঠানের কথা জানান খোদ ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক।

বার্ধক্য ভাতা পাওয়া নিয়ে কিছু সমস্যা হয়। ৬০ বছরের উর্ধ্বে বহু প্রবীণ মানুষ আবেদন করলেও কেউ কেউ টাকা পাচ্ছেন না বলে অভিযোগ। গত ডিসেম্বরেই অভিষেক জানান, “গত এক-দেড় মাস ধরে আমি ডায়মন্ড হারবার লোকসভা এলাকার প্রশাসনের কাছে খবর নিয়ে জেনেছি ৭০ হাজার মানুষ দুয়ারে সরকার শিবিরে নতুন করে বার্ধক্য ভাতা পাওয়ার জন্য নাম লিখিয়েছেন। তাঁদের আমরা আমাদের সাধ্যমতো বার্ধক্য ভাতা দেব। সরকার যবে দেবে দিক।“

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, “আগামী বছরের ১ জানুয়ারি থেকে আমাদের সাধ্য মতো বার্ধক্য ভাতা পৌঁছে দেব। ডায়মন্ড হারবার লোকসভায় এক থেকে দেড় লক্ষ তৃণমূল কর্মী রয়েছেন। তাঁদের থেকে সাহায্য নিয়ে বার্ধক্যভাতা দেওয়া হবে। এটাই ডায়মন্ড হারবার মডেল।” কারা টাকা পাচ্ছেন না, তা খতিয়ে দেখতে সাংসদের নির্দেশে ২০৩টি ক্যাম্পও করা হয়।

আগামী রবিবার পৈলানে সভার বিষয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেন অভিষেক (Abhishek Banerjee)। কর্মসূচির নাম উল্লেখ করে লেখেন, ডায়মন্ড হারবারের প্রবীণ নাগরিকদের ‘শ্রদ্ধার্ঘ্য’।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version