Saturday, November 29, 2025

রামমন্দির উদ্বোধন: আমন্ত্রণ পাওয়ার যোগ্য নন রাহুল-প্রিয়াঙ্কা, জানালো ট্রাস্ট

Date:

আগামী ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে উদ্বোধন হতে চলেছে রামমন্দিরের। এই অনুষ্ঠানে সারা দেশের ভিভিআইপিদের আমন্ত্রণ জানানো হলেও বাদ পড়েছেন গান্ধী পরিবারের দুই সদস্য রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। কংগ্রেসের থেকে সোনিয়া গান্ধী ছাড়া আরও ৩ জনকে আমন্ত্রণ জানানো হলেও এই দুইজন বাদ পড়ায় শুরু হয়েছে গুঞ্জন। কেন দুজনকে আমন্ত্রণ জানানো হয়নি এবিষয়ে এবার মুখ খুলল রামমন্দির ট্রাস্ট।

রামমন্দির উদ্বোধন উপলক্ষ্যে কংগ্রেসের তরফে যাদের আমন্ত্রণ জানানো হয়েছে তাঁরা হলেন, সোনিয়া গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভায় বৃহত্তম দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। তবে কংগ্রেসের প্রথম সারির দুই মুখ রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আমন্ত্রণ না জানানো প্রসঙ্গে ট্রাস্টের বক্তব্য, যে শর্তে রাজনৈতিক অতিথিদের আমন্ত্রণ জানানো হচ্ছে, সেই শর্তে আমন্ত্রণ পাওয়ার যোগ্যই নন রাহুল-প্রিয়াঙ্কা। ট্রাস্ট সূত্রের খবর, রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে শুধুমাত্র স্বীকৃত প্রথম সারির রাজনৈতিক দলের সভাপতি এবং লোকসভা ও রাজ্যসভার বিরোধী দলনেতাদের। এর বাইরে যারা রাম মন্দির আন্দোলনে সক্রিয় ভূমিকা নিয়েছেন তাঁরা আমন্ত্রণ পাচ্ছেন।

আর সেই শর্ত অনুযায়ী আমন্ত্রণ পেয়েছেন কংগ্রেস সভাপতি খাড়গে। সোনিয়া গান্ধীকে আমন্ত্রণ জানানো হয়েছে কংগ্রেসের সংসদীয় কমিটির প্রধান হিসাবে। অধীর চৌধুরী আমন্ত্রণ পেয়েছেন লোকসভার বিরোধী দলনেতা হিসাবে। রাহুল (Rahul Gandhi) বা প্রিয়াঙ্কা (Priyanka Gandhi) এই শর্ত অনুযায়ী যোগ্য নন। ট্রাস্টের অন্যতম নেতা এবং বিশ্ব হিন্দু পরিষদের কার্যকারী সভাপতি অলোক কুমার স্পষ্ট বলছেন, যারা রাম মন্দির আন্দোলনে সক্রিয় ছিলেন, তাঁরা এটুকু সুবিধা পেতে পারেন।

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...
Exit mobile version