Wednesday, November 12, 2025

ফের বাংলার মুকুটে নয়া পালক! দেশের সেরা ‘পরিবেশবান্ধব স্টেশন’ হাওড়া

Date:

নতুন বছরের শুরুতেই ফের দেশের মধ্যে জয়জয়কার বাংলার (Bengal)। এবার দেশের মধ্যে সেরা গ্রিন স্টেশনের (Green Station) সম্মান পেল হাওড়া স্টেশন (Howrah Station) অর্থাৎ এখন থেকে হাওড়া স্টেশন পরিবেশবান্ধব স্টেশন হিসাবে পরিচিত হল। আগেই হেরিটেজ (Heritage) তকমা মিলেছিল আর এবার গ্রিন স্টেশনের মর্যাদা পেল হাওড়া স্টেশটি। জানা গিয়েছে, প্ল্যাটিনাম রেটিং (Platinum Rating) পেয়েছে বাংলার এই ব্যস্ততম রেল স্টেশনটি। উল্লেখ্য, দেশের রেলস্টেশনগুলি ঠিক কতখানি পরিবেশবান্ধব বা সবুজ বাঁচাতে স্টেশনগুলিতে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, আদৌ তা সঠিকভাবে নেওয়া হচ্ছে কী না তা ঠিক করতেই কনফেডারেশন অব ইন্ডিয়া ইন্ডাস্ট্রি-ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিল একটি রেটিং সিস্টেম চালু করেছে। আর তাঁর বিচারেই এবার প্ল্যাটিনাম রেটিংয়ে সম্মানিত হল হাওড়া স্টেশন। গত বছর জুন মাসে সোনার সম্মান পেয়েছিল হাওড়া। আর নতুন বছরের শুরুতেই পেল সর্বোচ্চ অর্থাৎ প্ল্যাটিনাম সম্মান।

তবে এর আগে ২০১৮ সালে হাওড়া সিলভার রেটিং পেয়েছিল। তারপর পরিছন্নতা এবং সবুজায়ন নিয়ে একাধিক পদক্ষেপ নেয় এই ডিভিশনাল রেল কর্তৃপক্ষ। পূর্ব রেল জানিয়েছে, হাওড়ার ২৩টি প্ল্যাটফর্মের ছাদ এবং মূল স্টেশন ভবনের ছাদে মোট তিন মেগাওয়াটের সৌরপ্যানেল বসানো হয়েছে। পাশাপাশি স্টেশনের সমস্ত আলো এলইডি-তে পরিবর্তিত করা হয়েছে। এছাড়াও, স্টেশনের জল সংরক্ষণ এবং কঠিন বর্জ্য অপসারণের ব্যবস্থাও রয়েছে। স্টেশনে বৃষ্টির জল ধরে রাখার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ধীরে ধীরে আরও বেশি পরিবেশবান্ধব হয়েছে হাওড়া স্টেশন।

পূর্ব রেলের কর্তাদের মতে, হাওড়া এমনিতেও দেশের অন্যতম ব্যস্ত স্টেশন। আগামী দিনে ব্যস্ততা আরও বাড়বে। তাই স্টেশনকে আরও আধুনিক করে তোলার জন্য আগামী দিনে আরও কিছু ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে।

 

 

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version