Tuesday, November 11, 2025

‘পারিয়া’র জন্য নিজেকে বদলেছেন বিক্রম, সিনেমা তৈরীর অনুভূতি নিয়ে অকপট তথাগত!

Date:

মানুষের কথা বলার জন্য প্রত্যেকদিন অনেকগুলো গল্প লেখা হয়। কিন্তু পশুদের কথা বলতে পারার সাহস দেখান কজন? সেই তালিকায় টলিউডের (Tollywood ) উজ্জল নাম তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee)। কুকুরদের নিয়ে সিনেমা করার ভাবনা বরাবরই তাঁর মাথায় ছিল। কিন্তু বাজেট থেকে শুরু করে পারিপার্শ্বিক সমস্যার কারণে হয়তো সেটা সম্পূর্ণ করা সম্ভব ছিল না। কিন্তু অবলা এই প্রভুভক্তদের প্রতি মানুষের অনুভূতির কথা তুলে ধরতে ‘পারিয়া’ (Pariah) তৈরি করলেন তথাগত। আর এই সিনেমার জন্য নিজেকে যেভাবে পাল্টে ফেলেছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee) তাকে কুর্নিশ জানালেন পরিচালক।

বদলে গিয়ে বদলা নেবেন বিক্রম! বুধবার নিজের সমাজমাধ্যমে ‘পারিয়া’র টিজার পোস্ট করেন বিক্রম চট্টোপাধ্যায়। সঙ্গে ক্যাপশনে লেখেন, ‘বঞ্চিতদের লড়াইয়ের ইতিহাস সবসময় রক্ত দিয়েই লেখা হয়’। আগামী মাসেই মুক্তি পাবে ‘পারিয়া’। পথকুকুরদের নিয়ে অন্য এক গল্প বলবে তথাগতর এই ছবি। ছ মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন অভিনেতা ও পরিচালক। তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee) বলছেন বিক্রম যতটা খেটেছেন, তাঁর চেনা অভিনেতাদের মধ্যে তা আর কেউ করতে পারতেন না। চরিত্রটার জন্য বিক্রমকে ছ’মাস সময় দিতে হয়। ফিজিক্যাল ট্রান্সফরমেশন, ওয়ার্কশপ করে নিজেকে তৈরি করেছেন ‘তানসেনের তানপুরা’ খ্যাত অভিনেতা। ছোটপর্দা থেকে ওয়েব সিরিজ সবেতেই অনবদ্য বিক্রম। এই সিনেমার জন্য চেহারার যে বিপুল পরিবর্তন করেছেন অভিনেতা, তা ফার্স্ট লুকে স্পষ্ট। নবারুণ ভট্টাচার্যের ‘লুব্ধক’ পড়ার পর থেকেই কুকুরদের নিয়ে ছবি করার ইচ্ছে হয় পরিচালকের। এরপর কুকুরদের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরতে চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়। অ্যাকশন ছবির মধ্যেও ভীষণ চেনা অথচ প্রত্যেকদিন এড়িয়ে যাওয়া এক ইমোশনের গল্প বলবে ‘পারিয়া’। এই ছবির নায়িকা অঙ্গনা রায় (Angana Roy)। এছাড়াও তপতী মুন্সি, শ্রীলেখা মিত্র, অম্বরীশ ভট্টাচার্য, লোকনাথ দে রয়েছেন বিভিন্ন চরিত্রে। নতুন বছরের ভালবাসার মাসেই মুক্তি পাবে এই ছবি।

Related articles

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...

স্বাস্থ্য ক্ষেত্রে বিপ্লব, রাজ্যে ১৪ বছরে ৭০ হাজার কোটি টাকার বিনিয়োগ : মুখ্যমন্ত্রী 

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় গত ১৪ বছরে আমূল পরিবর্তন এসেছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যভবন থেকে এক...

দিল্লি বিস্ফোরণ থেকে সতর্ক লালবাজার, ইডেনে বর্জ্র-আটুঁনি

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের(IND vs SA Test) আগে ইডেন পরিদর্শনে নগরপাল মনোজ বর্মা(Manoj Varma)। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর সতর্ক...

Kiff: মঙ্গল-সন্ধ্যায় সিনে আড্ডায় হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী, শোনালেন ‘দুষ্টুমির গল্প’

সিনে প্রেমীদের এখন তীর্থক্ষেত্র নন্দন-রবীন্দ্রসদন চত্বর। সেখানে চলছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kiff)। মঙ্গলবার, সন্ধেয় আচমকাই নন্দন...
Exit mobile version