Saturday, August 23, 2025

‘পারিয়া’র জন্য নিজেকে বদলেছেন বিক্রম, সিনেমা তৈরীর অনুভূতি নিয়ে অকপট তথাগত!

Date:

মানুষের কথা বলার জন্য প্রত্যেকদিন অনেকগুলো গল্প লেখা হয়। কিন্তু পশুদের কথা বলতে পারার সাহস দেখান কজন? সেই তালিকায় টলিউডের (Tollywood ) উজ্জল নাম তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee)। কুকুরদের নিয়ে সিনেমা করার ভাবনা বরাবরই তাঁর মাথায় ছিল। কিন্তু বাজেট থেকে শুরু করে পারিপার্শ্বিক সমস্যার কারণে হয়তো সেটা সম্পূর্ণ করা সম্ভব ছিল না। কিন্তু অবলা এই প্রভুভক্তদের প্রতি মানুষের অনুভূতির কথা তুলে ধরতে ‘পারিয়া’ (Pariah) তৈরি করলেন তথাগত। আর এই সিনেমার জন্য নিজেকে যেভাবে পাল্টে ফেলেছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee) তাকে কুর্নিশ জানালেন পরিচালক।

বদলে গিয়ে বদলা নেবেন বিক্রম! বুধবার নিজের সমাজমাধ্যমে ‘পারিয়া’র টিজার পোস্ট করেন বিক্রম চট্টোপাধ্যায়। সঙ্গে ক্যাপশনে লেখেন, ‘বঞ্চিতদের লড়াইয়ের ইতিহাস সবসময় রক্ত দিয়েই লেখা হয়’। আগামী মাসেই মুক্তি পাবে ‘পারিয়া’। পথকুকুরদের নিয়ে অন্য এক গল্প বলবে তথাগতর এই ছবি। ছ মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন অভিনেতা ও পরিচালক। তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee) বলছেন বিক্রম যতটা খেটেছেন, তাঁর চেনা অভিনেতাদের মধ্যে তা আর কেউ করতে পারতেন না। চরিত্রটার জন্য বিক্রমকে ছ’মাস সময় দিতে হয়। ফিজিক্যাল ট্রান্সফরমেশন, ওয়ার্কশপ করে নিজেকে তৈরি করেছেন ‘তানসেনের তানপুরা’ খ্যাত অভিনেতা। ছোটপর্দা থেকে ওয়েব সিরিজ সবেতেই অনবদ্য বিক্রম। এই সিনেমার জন্য চেহারার যে বিপুল পরিবর্তন করেছেন অভিনেতা, তা ফার্স্ট লুকে স্পষ্ট। নবারুণ ভট্টাচার্যের ‘লুব্ধক’ পড়ার পর থেকেই কুকুরদের নিয়ে ছবি করার ইচ্ছে হয় পরিচালকের। এরপর কুকুরদের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরতে চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়। অ্যাকশন ছবির মধ্যেও ভীষণ চেনা অথচ প্রত্যেকদিন এড়িয়ে যাওয়া এক ইমোশনের গল্প বলবে ‘পারিয়া’। এই ছবির নায়িকা অঙ্গনা রায় (Angana Roy)। এছাড়াও তপতী মুন্সি, শ্রীলেখা মিত্র, অম্বরীশ ভট্টাচার্য, লোকনাথ দে রয়েছেন বিভিন্ন চরিত্রে। নতুন বছরের ভালবাসার মাসেই মুক্তি পাবে এই ছবি।

Related articles

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...
Exit mobile version