Wednesday, November 5, 2025

লোকসভা নির্বাচন (Parliament Election) যত এগিয়ে আসছে ততই বিরোধীদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেন্দ্রীয় বাহিনীর ‘অতিসক্রিয়তা’ বাড়ছে। এদিন সাত সকালে সন্দেশখালিতে উত্তর চব্বিশ পরগনার মৎস্য ও প্রাণী সম্পদ দফতরের কর্মাধ্যক্ষ শাহজাহান শেখের (Shahjahan Sheikh) বাড়িতে পৌঁছে যান কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। সুখের খবর সেই সময় বাড়ি তালা বন্ধ থাকায় CRPF জওয়ানরা তালা ভেঙে জোর করে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামবাসীরা। গোটা ঘটনার প্রতিবাদ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এমনকি তাঁদের তাড়া খেয়ে কার্যত পিছু হটতে বাধ্য হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED ) আধিকারিকরা। সন্দেশখালির এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, বছরের শুরু থেকেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযানের নামে বিজেপি নেতাদের ইশারায় চলছে ইডি (ED)। তৃণমূল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্য নিয়েই ইডি এখানে এসেছিল বলে দাবি করছেন গ্রামবাসীরা। আতঙ্কে এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে কেন্দ্রীয় আধিকারিকরা। প্রশ্ন উঠছে কেন বারবার এজেন্সি আগে থেকে কিছু না জানিয়ে সাত সকালে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের বাড়িতে গিয়ে এভাবে প্ররোচনামূলক পরিস্থিতির সৃষ্টি করছে?

সাম্প্রতিক অতীতেও বারবার দেখা গেছে যে কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা কখনও ঘাসফুল শিবিরের নেতা-মন্ত্রীদের বাড়ি পৌঁছে যাচ্ছেন কাউকে কিছু না জানিয়ে, আবার কখনও মধ্যরাত পর্যন্ত ‘তল্লাশি’র নামে হয়রান করা হচ্ছে বাড়ির সদস্যদের। শাসক দল এই বিষয় প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলেছে। পাশাপাশি সন্দেশখালির ঘটনা যে প্ররোচনামূলক সেদিকেও ইঙ্গিত করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের শঙ্কর আঢ্যের শ্বশুরবাড়িতেও পৌঁছে যান ইডি আধিকারিকরা। পাশাপাশি রেশন মামলায় খোঁজ খবর করতে কিছুক্ষণ আগেই সিঁথিতে ব্যবসায়ীর গোপাল বনিক বাড়িতে পৌঁছেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। একযোগে সকাল থেকে প্রায় ১২টি জায়গায় তল্লাশিতে কেন্দ্রীয় এজেন্সি।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version