Monday, November 10, 2025

EVM, VVPAT ইস্যুতে ইন্ডিয়া জোটের আর্জি খারিজ নির্বাচন কমিশনের

Date:

ইভিএম নিয়ে বিরোধীদের আশংকাকে খারিজ করল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হল ইভিএমে কোনো ত্রুটি বা অনিয়ম নেই। লোকসভা নির্বাচনে ইভিএম ও ভিভিপ্যাটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে এই বিষয়ে আলোচনার জন্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিল বিরোধী দলগুলি। এই ইস্যুতে কমিশনকে চিঠিও লেখেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। সেই চিঠির জবাবে কমিশন জানিয়েছে, যে ইভিএমের প্রতি তাঁদের পুরোপুরি আস্থা রয়েছে।

জয়রাম রমেশের চিঠির উত্তরে কমিশন বলেছে, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট ইতিমধ্যেই ইভিএম এবং ভিভিপ্যাট ইস্যুতে তাদের রায় দিয়েছে। ফলে ইভিএম এবং ভিভিপ্যাটের উপর আমাদের পুরোপুরি আস্থা রয়েছে। কমিশন জানিয়েছে, ইভিএম সম্পূর্ণ নিরাপদ এবং এতে কারচুপি করা সম্ভব নয়। এবং VVPAT বিষয়ে বলতে গেলে, নির্বাচনে ইভিএমের সঙ্গে এটি যুক্ত করার সিদ্ধান্ত ২০১৩ সালে ইউপিএ সরকারের সময় নেওয়া হয়েছিল। আর যেহেতু কোনও সমস্যাই নেই সেহেতু এ বিষয়ে প্রতিনিধি দলের সঙ্গে দেখা করে কোনো লাভ নেই।

উল্লেখ্য, ইন্ডিয়া জোটের বক্তব্য ছিল ইভিএম এবং ভিভিপ্যাট গণনা নিয়ে তাঁদের মনে অনেক সংশয় রয়েছে। সেই সব সংশয় মেটানোর জন্য মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের সামনে নিজেদের বক্তব্য পেশ করতে চান তাঁরা। সেই সুযোগ দেওয়া হোক। গত মাসে ‘ইন্ডিয়া’ (INDIA) জোটের চতুর্থ বৈঠকে লোকসভা নির্বাচনে (Lok Sabha Election) ভিভিপ্যাটের ব্যাবহার নিয়ে সুর বেঁধে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য ছিল, লোকসভা ভোটে ১০০ শতাংশ ভিভিপ্যাট ব্যবহারের দাবি জানানো উচিত ইন্ডিয়া জোটের। রাহুল গান্ধীও সেই বক্তব্যকে সমর্থন করেন। পরে মমতা জানিয়ে দেন, তৃণমূল সাংসদরা এ নিয়ে জাতীয় নির্বাচনে কমিশনের দ্বারস্থ হবেন। সেইমতো নির্বাচন কমিশনকে চিঠি লেখেন জয়রাম রমেশ। তবে তাঁর আবেদন খারিজ করল কমিশন।

Related articles

জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

কয়েকদিন পরই  ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট(IND vs SA Test)। ইতিমধ্যেই দুই দল কলকাতায় চলে এসেছে। সোমবার...

লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের গেটে ভয়াবহ বিস্ফোরণ, রাজধানী জুড়ে জারি হাই অ্যালার্ট

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লির (Delhi) লালকেল্লা চত্বর। লালকেল্লা (Red Fort) কাছে মেট্রো স্টেশনের ১ নম্বর কাছে দাঁড়িয়ে...

রিচার নামে স্টেডিয়ামকে স্বাগত, ট্রোলিং নিয়ে সোজা সাপটা জবাব দিলেন সৌরভ

বিশ্বজয়ী ক্রিকেটার তথা উত্তরবঙ্গের ভূমিকন্যা রিচা ঘোষের(Rich Ghosh) নামে স্টেডিয়াম তৈরি হবে শিলিগুড়িতে। সোমবার শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক...

শিলিগুড়ির মহাকাল মন্দিরের ট্রাস্ট গঠন মুখ্যমন্ত্রীর, মুখ্যসচিবের নেতৃত্বে থাকছেন কারা!

অক্টোবরে উত্তরবঙ্গে গিয়েই জানিয়েছিলেন শিলিগুড়িতে হবে সবচেয়ে বড় মহাকাল মন্দির (Mahakal Temple)। সেই মতো ট্রাস্ট গঠন করে দিলেন...
Exit mobile version