Monday, August 25, 2025

EVM, VVPAT ইস্যুতে ইন্ডিয়া জোটের আর্জি খারিজ নির্বাচন কমিশনের

Date:

ইভিএম নিয়ে বিরোধীদের আশংকাকে খারিজ করল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হল ইভিএমে কোনো ত্রুটি বা অনিয়ম নেই। লোকসভা নির্বাচনে ইভিএম ও ভিভিপ্যাটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে এই বিষয়ে আলোচনার জন্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিল বিরোধী দলগুলি। এই ইস্যুতে কমিশনকে চিঠিও লেখেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। সেই চিঠির জবাবে কমিশন জানিয়েছে, যে ইভিএমের প্রতি তাঁদের পুরোপুরি আস্থা রয়েছে।

জয়রাম রমেশের চিঠির উত্তরে কমিশন বলেছে, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট ইতিমধ্যেই ইভিএম এবং ভিভিপ্যাট ইস্যুতে তাদের রায় দিয়েছে। ফলে ইভিএম এবং ভিভিপ্যাটের উপর আমাদের পুরোপুরি আস্থা রয়েছে। কমিশন জানিয়েছে, ইভিএম সম্পূর্ণ নিরাপদ এবং এতে কারচুপি করা সম্ভব নয়। এবং VVPAT বিষয়ে বলতে গেলে, নির্বাচনে ইভিএমের সঙ্গে এটি যুক্ত করার সিদ্ধান্ত ২০১৩ সালে ইউপিএ সরকারের সময় নেওয়া হয়েছিল। আর যেহেতু কোনও সমস্যাই নেই সেহেতু এ বিষয়ে প্রতিনিধি দলের সঙ্গে দেখা করে কোনো লাভ নেই।

উল্লেখ্য, ইন্ডিয়া জোটের বক্তব্য ছিল ইভিএম এবং ভিভিপ্যাট গণনা নিয়ে তাঁদের মনে অনেক সংশয় রয়েছে। সেই সব সংশয় মেটানোর জন্য মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের সামনে নিজেদের বক্তব্য পেশ করতে চান তাঁরা। সেই সুযোগ দেওয়া হোক। গত মাসে ‘ইন্ডিয়া’ (INDIA) জোটের চতুর্থ বৈঠকে লোকসভা নির্বাচনে (Lok Sabha Election) ভিভিপ্যাটের ব্যাবহার নিয়ে সুর বেঁধে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য ছিল, লোকসভা ভোটে ১০০ শতাংশ ভিভিপ্যাট ব্যবহারের দাবি জানানো উচিত ইন্ডিয়া জোটের। রাহুল গান্ধীও সেই বক্তব্যকে সমর্থন করেন। পরে মমতা জানিয়ে দেন, তৃণমূল সাংসদরা এ নিয়ে জাতীয় নির্বাচনে কমিশনের দ্বারস্থ হবেন। সেইমতো নির্বাচন কমিশনকে চিঠি লেখেন জয়রাম রমেশ। তবে তাঁর আবেদন খারিজ করল কমিশন।

Related articles

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...
Exit mobile version