Thursday, August 21, 2025

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে গেল প্রাথমিক শিক্ষা পর্ষদ!

Date:

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ প্রাথমিক শিক্ষা পর্ষদ (Primary Board of Education)। গত ৩ জানুয়ারি প্রাথমিকের প্যানেল প্রকাশ করার নির্দেশ দেন বিচারপতি। শিক্ষক নিয়োগ মামলায় ৪২,৯৪৯ জনের নিয়োগের প্যানেল প্রকাশের জন্য দশ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। বুধবার আদালতে ২০১৪ সালের টেস্ট (TET) সংক্রান্ত মামলার শুনানিতে এই রায় দেন তিনি। প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে যে এই প্যানেল আগেই প্রকাশ করা হয়েছে । জেলাভিত্তিক সেই প্যানেলের সমস্ত তথ্য ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। তাই সে ক্ষেত্রে নতুন করে এর পুনরাবৃত্তি সম্ভব নয়। কিন্তু আদালত সে কথাকে মান্যতা না দেওয়ায় এবার ডিভিশন বেঞ্চের (Division Bench) দ্বারস্থ হল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

যখন জেলাভিত্তিক প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ তখন বিচারপতি অমৃতা সিনহা (Amrita Sinha) গোটা বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করে ছিলেন। মামলাটি এখনও বিচারাধীন রয়েছে। এর মাঝে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেওয়ায় কিছুটা হলেও ধোঁয়াশা তৈরি হয়েছে। সৌমেন নন্দী ও রমেশ মালিক মামলায় বিচারপতি সিনহা একই নির্দেশ দিলেও তার উপর আবার সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দিয়েছে। ফলে ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশের পর সিঙ্গেল বেঞ্চ আবার কী করে ওই একই নির্দেশ দেয় তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এর মাঝেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

Related articles

কালা আইন এনে দুর্নীতি দমন! বিজেপির দুই শীর্ষ মন্ত্রীর মিথ্যাচার ফাঁস তৃণমূলের

সংবিধান সংশোধন করে নরেন্দ্র মোদি দেশ থেকে দুর্নীতি তাড়াবেন। বুধবার সংসদে কালা কানুন (Black Bill) জারি করার প্রথম...

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...
Exit mobile version