Saturday, November 8, 2025

প্রায় ২৪ঘণ্টা জলদস্যুদের কবলে। তারপর যুদ্ধবিমান থেকে ডেকের ওপর জাহাজে নামল কম্য়ান্ডো। সাংকেতিক ভাষায় পরিকল্পনা সাজিয়ে ঢুকে গেল জলদস্যুদের দখলে থাকা জাহাজের ভিতর। তারপর উপর দিয়ে একে একে বের করা আনা হল জাহাজে আটকে পড়া নাবিকদের। গোটা ঘটনাটা শুনতে সিনেমার মতো লাগলেও আদতে এভাবেই জলদস্যুদের কবলে পড়া লাইবেরিয়ার জাহাজকে রক্ষা করল ভারতীয় নৌবাহিনীর INS চেন্নাই। নৌবাহিনীর এই সাফল্য়ের ভিডিও রীতিমত ভাইরাল নেট দুনিয়ায়।

বৃহস্পতিবার সন্ধ্যায় লাইবেরিয়ার জাহাজ এমভি লিলা নরফোক থেকে একটি বিপদ সংকেত পাঠানো হয় সম্ভাব্য জলদস্যুর আক্রমণের কথা জানিয়ে। আরব সাগরে নরফোকের কাছাকাছিই ছিল ভারতের রণতরী INS চেন্নাই। নৌবাহিনীর বিমান সহ রণতরী নরফোকের ওপর নজর রাখা শুরু করে INS চেন্নাই। যোগাযোগ করা সম্ভব হয় নাবিকদের সঙ্গেও।

এরপরই শুক্রবার বিকাল থেকে নৌবাহিনীর বিমান থেকে নরফোকের ডেকের ওপর নামতে শুরু করে কম্যান্ডো বাহিনী। ডেক থেকে শুরু হয় চিরুনি তল্লাশি। বের করে আনা হয় ২১ জন নাবিককে। তার মধ্যে ১৫ জন ভারতীয় নাবিক ছিলেন। তবে জাহাজে তেমন সংঘর্ষের ঘটনা ঘটেনি। ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে ক্রমাগত নৌবাহিনীর পক্ষ থেকে যে সতর্কবার্তা জারি করা হয়েছিল তার জেরেই হয়তো জাহাজ ছেড়ে পালায় জলদস্যুরা। আমেরিকার গোয়েন্দা সংস্থার দাবি এই অপহরণের পিছনে সোমালিয়ার জলদস্যুদের হাত থাকতে পারে।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version