Wednesday, November 5, 2025

উত্তর কোরিয়ার (North Korea) রাশ কার হাতে থাকবে? তা নিয়ে চর্চা তুঙ্গে উঠেছিল। শাসক কিম জং উনের (Kim Jong Un) শারীরিক অবস্থা সম্পর্কে একাধিক জল্পনা প্রকাশ্যে আসার পর বিভিন্ন মহল থেকেই প্রশ্ন উঠতে শুরু করে এবার তাঁর জায়গায় কে আসবেন? তবে এসব জল্পনার মাঝেই প্রকাশ্যে এল আরেক বিস্ফোরক তথ্য। এবার জানা যাচ্ছে কিম জং উনের উত্তরসূরি খোঁজার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। দক্ষিণ কোরিয়ার (South Korea) এক গোয়েন্দা সংস্থা রিপোর্ট (Report) প্রকাশ করে জানিয়েছে, আর কেউ নয় কিম জং উন-এর উত্তরসূরি হতে চলেছে তাঁরই ছোট মেয়ে, কিম জু এ। বর্তমানে অবশ্য তার বয়স মাত্র ১০ বছর। কিন্তু ছোট্ট হলেও রাজনৈতিক জগতে তার পরিচিতি নিতান্তই কম নয়। পাশাপাশি গত এক বছর ধরে বাবার সঙ্গে প্রকাশ্য কর্মসূচিতে নজর কেড়েছে কিম জং উনের এই ছোট মেয়েটি। আর এরপরই শুরু হয়েছে গুঞ্জন, কিমের উত্তরসূরি হিসাবে মেয়ে কিম জু এ নাকি সবচেয়ে বেশি দাবিদার।

 

উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বর মাসে একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় প্রথমবার বাবার সঙ্গে জনসমক্ষে দেখা গিয়েছিল কিম জু এ-কে। তারপর থেকেই বাবার সঙ্গে ক্রমাগত বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় ছোট্ট মেয়েটিকে। কখনও সামরিক কুচকাওয়াজের সময় ভিআইপি স্ট্যান্ডে হাততালি দিতে বা কখনও বাবার সঙ্গে বিমান বাহিনীর সদর দফতরও পরিদর্শন করে এবং বাবার সামনে দাঁড়িয়ে ছবিও তুলতে দেখা গিয়েছে জুকে। আর জু-এর এমন পদক্ষেপই এখন রাজনীতির অন্যতম চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে। আর তারপরই প্রশ্ন উঠছে এত ছোট্ট মেয়ে কীভাবে বাবার উত্তরসূরি হবে?

তবে বর্তমানে যেভাবে কোরিয়ার সংবাদমাধ্যম থেকে শুরু করে রাজনীতির ময়দানে কিম জু এ-র প্রভাব বাড়ছে তা থেকেই স্পষ্ট হচ্ছে কিম জং উনের উত্তরসূরি হতে চলেছে তাঁর ছোট মেয়ে। এছাড়া পরবর্তীতে কোনও অসুবিধা যাতে না হয়, সেজন্য কিম জং উন আগে থেকে উত্তরাধিকার প্রক্রিয়া এগিয়ে রাখতে চাইছেন বলেও খবর।

 

 

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version