Saturday, November 15, 2025

নেতাজিকে ‘রাষ্ট্রের পুত্র’ ঘোষণার আর্জি খারিজ সুপ্রিমকোর্টের

Date:

নেতাজি সুভাষ চন্দ্র বোসকে ‘রাষ্ট্রের পুত্র’ ঘোষণা করে ২৩ জানুয়ারিকে ‘রাষ্ট্রীয় দিবস’ ঘোষণা করা হোক। এই দাবি শীর্ষ আদালতে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। তবে সে আবেদন খারিজ করে শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে, নেতাজির মতো মহান দেশনায়ককে আদালতের তরফে স্বীকৃতি দেওয়ার প্রয়োজন নেই। তাঁর মতো বিপ্লবীকে এভাবে যদি আইনি স্বীকৃতি দিতে হয় তবে তাঁর কৃতিত্বকে ছোট করা হবে।

নেতাজিকে ‘রাষ্ট্রের পুত্র’ ঘোষণার দাবিতে শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন ওড়িশার কটকের বাসিন্দা পিনাকপাণি মোহান্তি। তাঁর অভিযোগ ছিল, নেতাজির আজাদ হিন্দ ফৌজের জন্যই স্বাধীন হয়েছে দেশ। কিন্তু নেতাজির সেই লড়াইয়ের কৃতিত্ব দেওয়া হয় না। কংগ্রেস সরকার নেতাজির ফাইলও লুকিয়ে রেখেছে। নেতাজির অন্তর্ধান নিয়ে আরও তথ্য প্রকাশ্যে আসা উচিত বলে ওই জনস্বার্থ মামলায় দাবি করা হয়। জনস্বার্থ মামলাটি খারিজ করে দিয়েছে বিচারপতি সূর্য কান্ত এবং কেভি বিশ্বনাথের বেঞ্চ।

এপ্রসঙ্গে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানায়, “নেতাজির মতো দেশনায়ককে কে না চেনেন? গোটা দেশ তাঁর অবদান জানে। তাঁর মহানতার কোনও আইনি স্বীকৃতির প্রয়োজন নেই। তাঁর মতো বিপ্লবীরা অমর।” আদালত আরও জানায়, নেতাজির মতো বিপ্লবীকে আদালতের তরফে স্বীকৃতি দিতে হলে তাঁর কৃতিত্বকে ছোট করা হবে। হয়ত তাঁর পরিবারও চাইবে না এই বিষয়ে আদালত হস্তক্ষেপ করুক। তবে এই আবেদন খারিজের পাশাপাশি মামলাকারীকে তিরস্কারও করেছে আদালত। বলে হয়েছে, নেতাজির অন্তর্ধান সংক্রান্ত যাবতীয় মামলার নিষ্পত্তি ১৯৯৭ সালেই করে ফেলেছে শীর্ষ আদালত। মামলাকারীর উচিত ছিল মামলা করার আগে সেই রায় পড়ে নেওয়া।

Related articles

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...

পরিবারে SIR আতঙ্কে মৃত্যুর ছায়া, চাকরির আশ্বাস দিয়ে পাশে তৃণমূল

এসআইআর আতঙ্কে আত্মঘাতী বাবা। অসহায় পরিবার। কী করে হবে দিন গুজরান? ভিটেমাটি চলে যাবে না তো? এসব আতঙ্ক...
Exit mobile version