Sunday, November 9, 2025

১) ক্রীড়া জগত-এ ফের শোকের ছায়া। প্রয়াত ব্রাজিলের কিংব্দন্তি প্রাক্তন ফুটবলার মারিও জাগালো। মৃত্যুকালে বয়স হওয়েছিলো ৯২ বছর। ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দলের শেষ সদস্য ছিলেন মারিও। খেলোয়াড় এবং কোচ হিসাবে তিনি জিতেছেন মোট ৪টি ফুটবল বিশ্বকাপ।এদিন তাঁর মৃত্যুর খবর জানানো হয় সোশ্যাল মিডিয়ায়।

২) ভারতীয় ফুটবলে আসতে চলেছে অ্যাডিশানাল ভিডিও রিভিউ সিস্টেম এভিআরএস(Additional Video Review System)। রেফারিদের সিদ্ধান্ত নিয়ে নানা অভিযোগ সামনে আসার পরেই নড়েচড়ে বসে ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থা এআইএফএফ। এআইএফএফ-এর সভাপতি কল্যাণ চৌবে এনিয়ে রেফারিদের সতর্ক করার পাশাপাশি কর্মশালা আয়োজনের কথাও বলেন।

৩) একই দলের দুই দল। কোন দল বৈধ তা জানার কোনও উপায় নেই।দল নির্বাচন করতে শেষ মাঠে নামাতে হলো পুলিশ। ঘটনাটি ঘটেছে বিহার দলকে নিয়ে। বিহার ক্রিকেট সংস্থার সভাপতি এবং সচিবের মধ্যে ঝামেলার জেরেই তৈরি হয় এই অদ্ভুত পরিস্থিতি। অবস্থা সামলাতে কাজে লাগাতে হল পুলিশকেও।

৪) রঞ্জিট্রফিতে দুরুন্ত শুরু বাংলার। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৪০৯ রান করলো মনোজ তিওয়াড়ির দল। বাংলার হওয়ে এদিন ব্যাট হাতে ৭০ রান অভিষেক পোড়েল। দ্বিতীয় দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ১১৯ রান অন্ধ্রপ্রদেশের। ২৯০ রানে পিছিয়ে অন্ধ্রপ্রদেশ।দ্বিতীয় দিনের শুরুতেই উইকেট তুলে নিতে চাইবেন আকাশেরা । বাংলার হয়ে একটি করে উইকেট নেন প্রদীপ্ত প্রামাণিক, আকাশদীপ এবং মহম্মদ কাইফ।

৫) এবার মোহনবাগান ক্লাবে জাদুঘর। এর আগে ইস্টবেঙ্গল ক্লাব সংগ্রহশালা তৈরি করেছিল। তবে মোহনবাগান আরও বড় আকারে তুলে ধরবে তাদের সংগ্রহশালাকে। শনিবার ক্লাবের কর্মসমিতির বৈঠকে জাদুঘর তৈরির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন –Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...
Exit mobile version