Saturday, November 8, 2025

ঘোষনা হওয়ে গেল আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের টি-২০ দল, দলে রোহিত-বিরাট

Date:

ঘোষনা হওয়ে গেল আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের টি-২০ দল। দলে ফিরলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। টি-২০ বিশ্বকাপের আগে টি-২০ দলে ফিরলেন ক্যাপ্টেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে ফের ভারতীয় দলের হয়ে টি-২০ খেলতে দেখা যাবে দুই তারকা ক্রিকেটারকে। আর এতেই মনে করা হচ্ছে টি-২০ বিশ্বকাপে খেলবেন এই দুই তারকা। রবিবার সন্ধ্যায় আফগানিস্তান সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিসিআই।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলে খেলা তিন তারকা চোটের জন্য আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। সেই তালিকায় রয়েছেন নেতৃত্ব দেওয়া সূর্যকুমার যাদব, চোট সারিয়ে এখনও ফেরত আসতে না পারায় আফগান সিরিজেও জায়গা হল না হার্দিক পান্ডিয়ার। দলে নেই ঈশান কিষাণ ও রুতুরাজ গায়কয়াডও। দুই ব্যাটারেরই চোট থাকায় তাঁদের বাদ দেওয়া হয়েছে। তবে সকলের নজর ছিল বিরাট কোহলি ও রোহিত শর্মার দিকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ ও একদিনের সিরিজ না খেললেও টেস্টে খেলেছিলেন দুই তারকাই। তবে তাঁরা ক্রিকেটের সবচেয়ে চোট ফরম্যাটে ফেরত আসেন কিনা সেটা নিয়ে নানা জল্পনা চলছিল। তবে দল ঘোষণা হতেই দেখা গেল দুই তারকা রয়েছেন দলে। আসলে বিশ্বকাপের আগে এটাই ভারতের শেষ সিরিজ। তাই এই দুই তারকাকে দলে নেওয়া হল বলেই মনে করা হচ্ছে। সুযোগ পেয়েছেন বাংলার মুকেশ কুমারও। কেপটাউন টেস্টে সুযোগ পেয়ে ভাল বল করেছিলেন বাংলার এই বোলার। এবার টি-২০ বিশ্বকাপের আগে ঘরের মাঠে ভাল কিছু করে দেখানোই এখন বড় চ্যালেঞ্জ তাঁর সামনে।

ভারত আফগানিস্তান সিরিজের সময়সূচি
প্রথম টি-২০: ১১ জানুয়ারী, মোহালি, সন্ধ্যা ৭ টা
দ্বিতীয় টি-২০: ১৪ জানুয়ারী, ইন্দোর, সন্ধ্যা ৭ টা
তৃতীয় টি-২০: ১৭ জানুয়ারী, বেঙ্গালুরু, সন্ধ্যা ৭ টা

এক নজরে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক ভার্মা, রিংকু সিং, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, আরশদীপ সিং , আবেশ খান, মুকেশ কুমার।

আরও পড়ুন-দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ব্যর্থ শ্রেয়াস, দলে কতটা সুযোগ পাবেন তিনি? কী বললেন গাভাস্কর?

Related articles

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...
Exit mobile version