Sunday, November 9, 2025

লোকসভা ভোটের আগে ফের পদ্মশবিরে ভা.ঙন! বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ কোচবিহার জেলা সম্পাদকের

Date:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে ফের পদ্মশিবিরে ভাঙন। এবার গেরুয়া শিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসে (TMC) নাম লেখালেন বিজেপির (BJP) কোচবিহার (Coochbehar) জেলা সম্পাদক জয়দীপ ঘোষ। সূত্রের খবর, রবিবার রাতেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন জয়দীপ ঘোষের হাতে দলীয় পতাকা তুলে দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha) এবং জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক।

জয়দীপের তৃণমূলে যোগদান প্রসঙ্গে মন্ত্রী উদয়ন গুহ বলেন, “জয়দীপ বিজেপিতে মর্যাদা পাচ্ছিলেন না। তাই তিনি তৃণমূলে ফিরে এসেছেন। আমরাও চাইছিলাম জয় ফিরে আসুন। ওখানে গিয়ে জয় ভালো নেই, তা আগেই জেনেছিলাম। ও এখন বুঝেছে। তাই নিজের ঘরে ফিরে আসতে চাইছিল। জয় কয়েকমাসে বুঝেছে, ওর আসল ঘর কোনটা”। উল্লেখ্য, দিন পাঁচেক আগেই রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর হাত ধরে তৃণমূলে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের দুই তুতো ভাই। বিজেপিতে থেকে কোনওভাবেই তাঁদের কাজ করতে দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ তুলে তৃণমূলে যোগদান করেন দুজনে। আর তার কিছুদিন কাটতে না কাটতেই ফের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বিজেপির কোচবিহার জেলা সম্পাদক।

তবে বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়ার পর জয়দীপ ঘোষ অবশ্য তেমন কোনও মন্তব্য করেননি। কিন্তু কেন জয়দীপ বিজেপি ছাড়লেন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তবে এবিষয়ে বিজেপির কোনও প্রতিক্রিয়া মেলেনি।

 

 

 

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version