Wednesday, November 12, 2025

লোকসভা ভোটে আন্দোলনের রূপরেখা নিয়ে আলোচনা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে

Date:

লক্ষ্য লোকসভা নির্বাচন।আজ, মঙ্গলবার বিশেষ সাংগঠনিক বৈঠক হল বঙ্গ বিজেপির।নিউটাউনের বেসরকারি একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পদ্ম শিবিরের এ রাজ্যের সাংসদ বিধায়কদের পাশাপাশি সাংগঠনিক নেতৃত্বও এই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি ছাড়াও ছিলেন বিজেপির এ রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল ও মঙ্গল পাণ্ডের মতো নেতৃত্ব।সম্প্রতি বঙ্গ সফরে এসে অমিত শাহ বাংলা থেকে ৪২ টি আসনের মধ্যে ৩৫ টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে যাওয়ার পর তড়িঘড়ি বৈঠকে বসেছিল রাজ্য কমিটি। আর আজ, ফের একদিকে সংগঠনকে শক্তিশালী কিভাবে করা যাবে, তার পাশাপাশি রাজ্যজুড়ে আন্দোলনের রূপরেখা বাস্তবায়ন কোন পথে হবে সেই বিষয়ে বৈঠকে আলোচনা হয়।

জানা গিয়েছে, লোকসভা ভোটে স্থানীয় ইস্যুকেও হাতিয়ার করার প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে জেলা নেতৃত্বকে। রাজ্য ও জেলা স্তরের সাংগঠনিক নেতা বিধায়ক সাংসদদের মধ্যে সমন্বয় রেখে কাজ করার বার্তাও দেওয়া হয়েছে। এমনকী, মোদি সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচারে রাজ্যজুড়ে ঝড় তুলতে হবে এমনটাও নির্দেশ দেওয়া হয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে। কিন্তু বর্তমানে বিজেপিকে যেটা সবথেকে বেশি দুশ্চিন্তায় রাখছে তা হল অনেক জায়গার নড়বড়ে সংগঠন এবং ঘরোয়া গোষ্ঠীকোন্দল।এরই পাশাপাশি জানা গিয়েছে, উনিশের ভোটে জয়ী অনেককেই প্রার্থী এবার নাও করতে পারে গেরুয়া শিবির। ৪২ টি লোকসভা কেন্দ্রকে মাথায় রেখে ইতিমধ্যেই ইনচার্জদের নামের তালিকাও প্রকাশ করেছে রাজ্য বিজেপি।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version