Sunday, November 9, 2025

হোয়াইট হাউসের গেটে গাড়ির ধাক্কা, প্রশ্নের মুখে বাইডেনের নিরাপত্তা

Date:

মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত কমপ্লেক্স হল হোয়াইট হাউস। আর হবে না-ই বা কেন! মার্কিন প্রেসিডেন্টের বাসভবন এটি। এবার সেই হোয়াইট হাউসের গেটে ধাক্কা মারল অজ্ঞাত পরিচিত একটি গাড়ি। বলা যায়, একেবারে গেট ভেঙে ভিতরের দিকে ঢুকে যায় গাড়িটি। জো বাইডেনের বাসভবন হোয়াইট হাউসের বাইরের দিকের গেটে ধাক্কা মারে গাড়ি। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যে ৬টা নাগাদ।জানা গিয়েছে, একটি সাদা রঙের গাড়ি সজোরে ধাক্কা মারে হোয়াইট হাউসের গেটে।আমেরিকার প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে যে সংস্থা সেই সিক্রেট সার্ভিসের আধিকারিকরা গাড়িটিকে ঘিরে ফেলে। এরপরই অভিযুক্ত চালককে হেফাজতে নেয় তারা।

হোয়াইট হাউসের গেটে অজ্ঞাত গাড়ির ধাক্কা মারার ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও বেশ কয়েকবার এরকম ঘটনা ঘটেছে। তবে সামনেই প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে এই ঘটনায় জো বাইডেনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও ঘটনার সময় বাইডেন হোয়াইট হাউসে ছিলেন না বলে সিক্রেট সার্ভিস সূত্রে খবর। এটা নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। গাড়িটি পেনসিলভেনিয়ার দিক থেকে আসছিল। চালককে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

মুখ্য জনসংযোগ আধিকারিক অ্যান্থনি গুগলিয়েলমি বলেন, আমরা এই ঘটনার তদন্ত করছি। গেটের সাথে গাড়ির সংঘর্ষের কারণ কী তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত চালককে আটক করা হয়েছে। গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। সূত্র মারফৎ জানা গিয়েছে, ঘটনার সময় হোয়াইট হাউসে ছিলেন না মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। এই ঘটনার জেরে পেনসিলভেনিয়া অ্যাভিনিউ সহ হোয়াইট হাউস চত্বরের কিছু রাস্তায় যানজটের সৃষ্টি হয়।

তবে এই ঘটনা নতুন নয়, এর আগে গত বছর মে মাসে একটি ট্রাক সজোরে ধাক্কা মেরেছিলো হোয়াইট হাউসের বাউন্ডারি ফেন্সিংএ। পৃথিবীর নিরাপদতম স্থানগুলোর মধ্যে অন্যতম হল হোয়াইট হাউস। নিরাপত্তা বেষ্টনীতে আবদ্ধ থাকে মার্কিন প্রেসিডেন্টের বাসভবন, নিশ্চিদ্র নিরাপত্তা এমনই যে মাছি গলতে পারে না সেখানে। আর সেখানেই একবছরের মধ্যেই দুবার একইরকম ঘটনা প্রশ্নের মুখে ফেলেছে বাইডেন সহ হোয়াইট হাউসের নিরাপত্তা ।

Related articles

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...
Exit mobile version