Saturday, August 23, 2025

গুজরাটে বিনিয়োগ নিয়ে শিল্পপতি প্রসূনের সঙ্গে সাক্ষাতে আশাবাদী মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র

Date:

সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের সাউথ এশিয়া বিজনেস গ্রুপের ভাইস চেয়ারম্যান তথা শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের সাক্ষাতে খুশি গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।এক্স হ্যান্ডেলে তিনি জানিয়েছেন, গুজরাট সরকারের স্মার্ট শিল্প বন্দর এবং সংশ্লিষ্ট পরিকাঠামো উন্নয়নের ইচ্ছাপ্রকাশ করেছেন প্রসূন। সিঙ্গাপুরের কোম্পানিগুলিকে গুজরাটের উপকূল বরাবর বিনিয়োগের সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ভূপেন্দ্র।

এরই পাশাপাশি, ফিনটেক কোম্পানি এবং টেক স্টার্টআপের সুযোগ নিয়েও আলোচনা হয়েছে। গুজরাট শিল্প নীতির সুবিধার রূপরেখা নিয়েও আলোচনা হয়েছে বলে তিনি জানিয়েছেন। এবং সেমিকন্ডাক্টরের মাধ্যমে উৎপাদন করে এমন কোম্পানিগুলির জন্য গুজরাট যে অনুকূল, সে কথাও তার কাঠে তুলে ধরা হয়।

প্রসূন মুখোপাধ‌্যায় বাংলার বাইরে একাধিক রাজ্যে লগ্নি করেছেন।ভূপেন্দ্র আশাপ্রকাশ করেছেন,এই বাঙালি শিল্পপতি গুজরাটেও বিপুল বিনিয়োগ করবেন। এর ফলে এখানে কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে তিনি জানিয়েছেন।
প্রসঙ্গত, মাস কয়েক আগে উত্তরপ্রদেশে বিনিয়োগের জন্য যোগী আদিত্যনাথের সঙ্গে সাক্ষাত করেছিলেন এই বাঙালি শিল্পপতি। উত্তরপ্রদেশে ঢালাও বিনিয়োগের ঘোষণাও করেন শিল্পপতি প্রসূন।সেই তালিকায় ছিল লজিস্টিক্স পার্ক থেকে আইটি-সিটি।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version